শেষ আপডেট: 12th November 2024 22:39
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দাবাড়ু কার্লসেন-প্রজ্ঞানন্দের ডুয়েলের আগে কলকাতায় চাঁদের হাট। এর আগেও বহুবার কিংবদন্তি কার্লসেনের মুখোমুখি হয়েছেন প্রজ্ঞানন্দ।
টাটা স্টিল দাবা টুর্নামেন্ট শুরুর আগে সেখানে কার্লসেন, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসিদের পাশাপাশি নজর কাড়ল তিন বছরের দাবাড়ু অনীশ সরকার। দুই তারকার সঙ্গে দেখাও করে সে। বিশ্বের সর্বকনিষ্ঠ ফিডে রেটিং পাওয়া অনীশকে দেখে অবাক পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনও।
শেষ বার ২০১৯ সালে যখন কার্লসেন খেলেছিলেন তখন তিনি বিশ্বচ্যাম্পিয়ন। পাঁচ বছর পর ফের শূন্য থেকে শুরু করছেন তিনি। উল্টোদিকে প্রজ্ঞানন্দ। তাঁর ব্যাপারে কার্লসেন বলেন, 'প্রজ্ঞানন্দ খুব ভাল খেলোয়াড়। ফাইটিং স্পিরিট আমার খুব ভাল লাগে। সহজে হার মেনে নেয় না।'
ভারতের তরুণ দাবাড়ু প্রজ্ঞানন্দ আবার বলছেন, 'কার্লসেনের খেলার ধরণই আলাদা। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দাবাড়ু। দ্বিতীয় বার এখানে র্যাপিড ও ব্লিৎজ খেলছি। কার্লসেনের সঙ্গে ম্যাচ নিয়ে আমি বেশ উত্তেজিত। সবাই কার্লসেনের সঙ্গে খেলতে মুখিয়ে থাকবে। টুর্নামেন্টের জন্যও এটা বেশ ভালো।'
বুধবার থেকে ধনধান্য অডিটোরিয়ামে শুরু হবে দাবা টুর্নামেন্ট। প্রথমদিনই মুখোমুখি কার্লসেন-প্রজ্ঞানন্দ। প্রথম তিন দিন হবে র্যাপিড রাউন্ড। পরের দু'দিন ব্লিৎজ।
১৩-১৭ তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিশ্বনাথন আনন্দ। অর্জুন এরিগাসি, বিদিথ গুজরাথির মতো খেলোয়াড়ও অংশ নেবেন। মেয়েদের ইভেন্টে অংশ নিচ্ছেন প্রজ্ঞানন্দর দিদি বৈশালীও।