শেষ আপডেট: 26th October 2024 23:48
দ্য ওয়াল ব্যুরো: রবিবার কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তবে তিনি শনিবার রাতেই শহর পা রাখলেন। রাজারহাটের এক হোটেলে রাত্রীবাস করে রবিবার নির্দিষ্ট কর্মসূচি সারবেন তিনি। এই সফরে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গেও।
রবিবার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। তারপর সল্টলেকে একটি দলীয় কর্মসূচিও রয়েছে। তাই আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি ঠিক কখন দেখা করতে পারেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখনও। আদৌ তাঁদের দেখা হবে কিনা, সেটাও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, নির্যাতিতার বাবা-মার সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোদপুর পানিহাটির বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি।
সম্প্রতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা-বাবা। তাতে উল্লেখ করেছিলেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই তাঁর সঙ্গে বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা। তিনি এও বলেছিলেন, 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।'
আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-হত্যার পরে আড়াই মাস কেটে গেলেও বিক্ষোভের রেশ এখনও টাটকা। মর্মান্তিক এই ঘটনার বিচারপ্রক্রিয়া চলছে সিবিআইয়ের অন্দরে। একের পর এক শুনানি চলছে শিয়ালদহ আদালত ও সুপ্রিম কোর্টেও। প্রতিবাদের চরম পদক্ষেপ হিসেবে জুনিয়র ডাক্তাররা অনশনও করেছেন। কিন্তু ঘটনার বিচার এখনও পাওয়া যায়নি। এই অবস্থায় দুই পক্ষের সাক্ষাৎ হলে তা ভীষণ তাৎপর্যপূর্ণ হবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য অমিত শাহকে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য বিজেপির তরফেও।