শেষ আপডেট: 27th August 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযান রুখতে দু-দিন আগে থেকেই তৎপর হয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে কলকাতার রাস্তা পুলিশি ব্যারিকেডে ছেয়ে গেছে। সাধারণ যাত্রীরা এই কারণে তো অসুবিধায় পড়েইছেন, ভুগতে হচ্ছে একাধিক রোগী এবং রোগীর আত্মীয়দের। স্ট্র্যান্ড রোডে দু-দুটি অ্যাম্বুল্যান্স আটকে রয়েছে পুলিশি বাধার মুখে পড়ে। এমন ছবি প্রকাশ্যে এসেছে।
রাজ্য পুলিশ স্পষ্ট জানিয়েছে, যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তা বেআইনি। কারণ, একে তো কোনও নির্দিষ্ট সংগঠনের তরফে এই অভিযানের ডাক দেওয়া হয়নি। নিয়ম মেনে পুলিশের কাছে কোনও আবেদন জানানো হয়নি। তাই পুলিশ কোনও অনুমতি দিচ্ছে না। অনুমতি-সংক্রান্ত জটিলতা থাকলেও প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না পুলিশ। লাঠি থেকে শুরু করে হেলমেট, বডি প্রটেক্টিভ গিয়ার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। সাদা পোশাকেও বহু পুলিশ মোতায়েন করা হয়েছে নবান্নের ভিতরে ও বাইরে।
বহুস্তরীয় ব্যারিকেডে মুড়ে রাখা হয়েছে নবান্ন চত্বর। হাওড়া ব্রিজের দু’দিকেই রাখা হয়েছে গার্ডরেল। ব্রিজের ওপরে উঠতেই রাখা হয়েছে কাঠের গুঁড়ি এবং অ্যালুমিনিয়ামের ব্যারিকেড। সাঁতরাগাছিতে ৭ ফুটের বেশি উচ্চতায় রাখা হয়েছে গার্ডওয়াল। নবান্ন চত্বর ছাড়াও কলকাতা একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, অনেক রাস্তা বন্ধ। সেই কারণে সাধারণ অফিস যাত্রী থেকে শুরু করে বহু মানুষ নাজেহাল হচ্ছেন।
মঙ্গলবার ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত হাওড়ার একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি, অটো এবং টোটো চলাচলের উপরে বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে জরুরি পরিষেবার গাড়ি অর্থাৎ এলপিজি গ্যাস, আনাজপাতি, ফলমূল এবং দুধের গাড়ি ছাড় পাবে। কিন্তু স্ট্র্যান্ড রোডে অ্যাম্বুল্যান্স আটকে থাকার ছবি মোটেই প্রত্যাশিত নয়।