সংগ্রামী যৌথ মঞ্চ
শেষ আপডেট: 3rd January 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ায় কলকাতা থেকে দার্জিলিঙে বদলি করে দেওয়ার অভিযোগ। বদলির নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল।
নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সুবীর সাহা। তাঁর অভিযোগ, যেহেতু তিনি আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন, তাই তাঁকে কলকাতা থেকে দার্জিলিঙে বদলি করে দেওয়া হচ্ছে।
এর পরপরই তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। সেখান থেকেই এই মামলার প্রেক্ষিতে আজ অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বদলির নির্দেশিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।
প্রসঙ্গত, এর আগেও নবান্ন অভিযানে গিয়ে সাসপেন্ড হওয়ার অভিযোগ তুলেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত এক সরকারি কর্মী। ২৭ অগস্ট গ্রেফতার হওয়ার পর অনশন শুরু করেছিলেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সে সময় দাবি করেছিলেন, শোকজের উত্তর দেওয়ার সময় না দিয়েই তাঁকে সাসপেনশনের চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের স্বাক্ষরও ছিল।
দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে। ৩৯ শতাংশ বকেয়া ডিএ-র দাবিতে ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে লোক নিয়োগ-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছে এই সংগঠন।