শেষ আপডেট: 12th December 2024 20:03
দ্য ওয়াল ব্যুরো: আদালতেও ছড়িয়ে পড়ল বাংলাদেশ ইস্যুর আঁচ। বৃহস্পতিবার দুপুরে ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে মৌন মিছিলের আয়োজন করা হয় আলিপুর আদালতে। উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি তথা আইনজীবী শুভাশিস চক্রবর্তী-সহ বিশিষ্ট আইনজীবীরা।
সম্প্রতি বাংলাদেশে প্রতিনিয়ত টার্গেট করা হচ্ছে হিন্দুদের। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে অশান্তির আঁচ সে দেশের বিভিন্ন প্রান্তে। যার সরাসরি প্রভাব পড়েছে কলকাতাতেও। বৃহস্পতিবার হিন্দুদের উপর অত্যাচার বন্ধ ও চিন্ময়ের দ্রুত মুক্তির দাবিতে সরব আলিপুর আদালতের আইনজীবীদের একাংশ।
বৃহস্পতিবার দুপুরে আলিপুরে মৌন মিছিল করে আইনজীবীরা সাফ জানিয়েছেন, এভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মহম্মদ ইউনুস সরকারের কাছে শান্তি বজায় রাখার বার্তা দেওয়ার পাশাপাশি নিঃশর্তে ইসকনের সন্ন্যাসীর নিঃশর্তে মুক্তির দাবি জানানো হয়েছে। আইনজীবীদের অভিযোগ, বিচারের অধিকার লঙ্ঘিত হচ্ছে। তবে দেশের মধ্যে প্রথম আলিপুর পুলিশ কোর্টের আইনজীবীদের এমন পদক্ষেপ প্রথম।
চট্টগ্রাম জেলে বন্দি হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনতে চেয়ে বুধবার জেলা আদালতে সওয়াল করতে পারেননি রবীন্দ্র ঘোষ। জানা যায়, শুনানি চলাকালীন বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা এজলাসে ঢুকে তুমুল হইহট্টগোল শুরু করেন। চিন্ময়ের জামিনের আর্জির বিরোধিতা করে স্লোগান ওঠে। হট্টগোলের মধ্যে আদালতের কাজ পণ্ড হয়ে যায়।
চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী অভিযোগ করেন, ৩০-৪০ জন আইনজীবী তাঁকে ধাক্কা মারেন। জজ সাহেবের সামনেই কোর্টের ভিতরে নিগ্রহ করা হয়। তবে জামাতপন্থীদের হুঁশিয়ারি বা হুমকিতে পিছিয়ে না এসে বৃহস্পতিবার ফের চট্টগ্রাম আদালতে সওয়াল করেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে আদালত চত্বরে শান্তিপূর্ণ মিছিল করেন আইনজীবীরা।
তবে সরকারি আইনজীবীর পাল্টা দাবি, চিন্ময়কৃষ্ণ দাসের আগাম জামিনের আবেদনকারী আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনও ওকালতনামা জমা দেননি। তা ছাড়া চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী শুভাশিস শর্মাও হাজির নেই। মামলা লড়ার জন্য রবীন্দ্র ঘোষকে লিখিত কিছু দেননি তিনি। এরপরই, আদালত আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন খারিজ করে দেয়। আগামী ২ জানুয়ারিই সন্ন্যাসীর জামিন মামলার শুনানি হবে বলে খবর।