শেষ আপডেট: 7th December 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে বিগত কয়েক সপ্তাহ ধরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য ক্ষোভ বাড়ছে এপার বাংলাতেও। সংখ্যালঘুদের ওপর আক্রমণের পাশাপাশি ভারতীয় পতাকাকেও অপমান করা হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে সরব হয়ে শনিবার কর্মসূচি করেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। টালিগঞ্জ মেট্রো স্টেশনের বাইরে পোড়ানো হয়েছে বাংলাদেশি সামগ্রী।
জামাকাপড় থেকে শুরু করে বাংলাদেশের তৈরি একাধিক সামগ্রী পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। তাঁরা এও বলেছে, শুধু টালিগঞ্জ স্টেশন নয়, শহরের মোট ১০টি স্টেশনের বাইরে তাঁরা এই কর্মসূচি করবে। একই সঙ্গে, বাংলাদেশকে পুরোপুরি বয়কটের ডাক দিয়েছে এই সংগঠন। সামগ্রী তো বটেই, কলকাতা বা পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের যাতে চিকিৎসা না করা হয় সেই দাবিও তোলা হয়েছে।
অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী বলেন, কে হিন্দু, মুসলমান সেই প্রশ্ন আলাদা। কে বিজেপি, তৃণমূল, হিন্দু মহাসভার সদস্য, সে প্রশ্নও আলাদা। ভারতীয় পতাকাকে যখন অপমান করা হয়েছে তখন সকলকে একজোট হয়েই তার প্রতিবাদ করতে হবে। তাঁর স্পষ্ট কথা, যতদিন না পর্যন্ত বাংলাদেশের ইউনুস সরকার ভারতকে এইভাবে অপমানের জন্য সরকারিভাবে ক্ষমা না চাইবে, ততদিন ভারতবর্ষের মাটিতে কোনও বাংলাদেশিকে যেন চিকিৎসা না দেওয়া হয়, সেই আর্জি জানানো হবে।
তাঁর এও বক্তব্য, যে সমস্ত বাংলাদেশিরা ভারত তথা বাংলায় আসছেন তাঁরা শান্তিপ্রিয় না সন্ত্রাসের পক্ষে তা স্পষ্টভাবে জানা সম্ভব নয়। তাই আপাতত সকল বাংলাদেশিকেই বয়কট করা উচিত। চিকিৎসা তো বটেই, তাঁদের কোনও হোটেল খেতে দেওয়া বা থাকতে দেওয়াও উচিত নয়। চন্দ্রচূড় বলছেন, ঘাড় ধাক্কা দিয়ে সব বাংলাদেশিদের এ দেশ থেকে বের করে দেওয়া উচিত। তাহলে যদি ওঁরা বোঝে যে কী ভুল তাঁরা করেছে।