শেষ আপডেট: 7th December 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: সরাসরি বিমান চালানোর কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনায় বড়সড় ধাক্কা। এয়ার ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিল এখনই কলকাতা ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা নয়। ওপার বাংলায় অশান্তির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
কলকাতা ও ঢাকার মধ্যে সরাসরি বিমান চালানোর পরিকল্পনা গত সেপ্টেম্বরেই জানিয়ে দেওয়া হয়েছিল। তবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এমনটা হলে সত্যিই খুব ভাল হত। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে এমন সিদ্ধান্ত।
জানা গেছিল, সপ্তাহে ছ’টি করে বিমান ছাড়া হবে। কলকাতা থেকে তা সোজা ঢাকায় গিয়ে পৌঁছবে। কিন্তু আপাতত সেই পরিকল্পনা থেকে কিছুটা পিছিয়ে আসছে তারা। তবে ওপার বাংলার পরিকল্পনা আপাতত দূরে সরিয়ে দেওয়া হলেও সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৫ সালের মার্চ মাস থেকে কাঠমান্ডু পর্যন্ত ফ্লাইট ছাড়ার যে পরিকল্পনা রয়েছে সেটা সঠিক সময়ে চালু হবে।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। যা নিয়ে চরম সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তবর্তী ইউনুস সরকারকে। বাংলাদেশের সংখ্যালঘুরাও এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই আবহেই এবার এমন সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া।
বিমান সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ধীরে ধীরে তাদের যাত্রী সংখ্যা বাড়ছে। বর্তমানে তাদের উড়ানের সংখ্যা ৯০ হলেও আগামী বছরের মার্চ মাস থেকে উড়ানের সংখ্যা বাড়িয়ে ১০০ করা হবে এবং আগামী তিন বছরে তা ১৭৫ হবে।
বর্তমানে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২৪টি দৈনিক ফ্লাইট যাতায়াত করে। আগামী গ্রীষ্মের সময় এই ফ্লাইটের সংখ্যা আরও ১০টি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে আরও নতুন কিছু রুট আসতে পারে।