Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠল ভূমিকম্পে, অনেকে বলছেন, 'দীর্ঘতম' কম্পনএখনই পাওয়া যাবে না রোদের ঝলক! নাছোড় বৃষ্টিতে আরও ভিজবে রাজ্যএকজন ৪৪, অন্যজন মাত্র ২৩! রাজস্থানে যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃত দুই পাইলটের পরিচয় প্রকাশ্যেপিএসজির চার তোপে পুড়ে ছাই রিয়াল মাদ্রিদ! ক্লাব বিশ্বকাপের ফাইনালে এনরিকে বাহিনী'আমি নোবেল পাওয়ার যোগ্য', দাবি কেজরিওয়ালের! বিজেপি বলছে, এর থেকে হাস্যকর কিছু হয় নাস্বাধীনতা সংগ্রামীরা ‘সন্ত্রাসবাদী’! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ঘিরে বিতর্কগুজরাত সেতু বিপর্যয়: ১ ঘণ্টা ধরে চিৎকার করেছিলেন, নিজে বাঁচলেও স্বামী-সন্তান হারালেন মহিলাপচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগের
Air India Plane Crash

আমাদের সঙ্গেও এমনটা হবে না তো! দমদম থেকে বিমানে ওঠার আগে দুশ্চিন্তায় যাত্রীরা

এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কিত কলকাতার বাসিন্দারাও। দুশ্চিন্তা ও ভয়ের ছাপ তাঁদের চোখে-মুখেও। 

আমাদের সঙ্গেও এমনটা হবে না তো! দমদম থেকে বিমানে ওঠার আগে দুশ্চিন্তায় যাত্রীরা

শেষ আপডেট: 14 June 2025 13:16

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪। যদিও এখনও এ বিষয়ে সরকারি কোনও পরিসংখ্যান মেলেনি। বিমানে ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। যত সময় যাচ্ছে, বিমানের ধ্বংসস্থল থেকে আরও দেহ এবং দেহাংশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত অন্তত ২৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার পরই আতঙ্কে বিমান যাত্রীরা। সকলেরই মনে একটাই প্রশ্ন, 'আমার কপালে এমনটা নেই তো?'

এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কিত কলকাতার বাসিন্দারাও। দুশ্চিন্তা ও ভয়ের ছাপ তাঁদের চোখে-মুখেও। কাজের সূত্রে বা অন্যান্য কারণে শহরের বেশিরভাগ মানুষই বিমান সফর করেন। তবে আমদাবাদের ঘটনার পর সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা।

বিমানযাত্রা নিয়ে রীতিমতো দোটানা দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। দ্য ওয়াল এ ব্যাপারে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে যখন খোঁজ-খবর করে, তখন কেউ বলছেন, কপালে যা আছে তাই হবে, কেউ বলছেন, কী জানি বাবা আমার জন্য কী অপেক্ষা করে রয়েছে!'

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা দমদম এয়ারপোর্টের অ্যারাইভাল এবং ডিপারচার গেটে দেখা গিয়েছে অনেকেরই মুখ ভার। কেউ চিন্তায়, কখন প্রিয়জনের দেখা মিলবে।

আমদাবাদের ঘটনা যেন গলার কাঁটা হয়ে আছে বিমানের নিত্যযাত্রীদের মধ্যে। তাঁদের একটাই বক্তব্য, আরও সাবধান হতে হবে বিমান কর্তৃপক্ষকে। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে বলছেন, "এমন ঘটনা আমাদের সঙ্গেও হতেই পারে। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিকে নড়েচড়ে বসতেই হবে।"

বস্তুত, কলকাতা বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় ৩৫০টিরও বেশি বিমান ওঠা-নামা করে। দমদম জনবহুল এলাকা। এয়ার ইন্ডিয়ার বিমানটিও যেহেতু আমদাবাদের লোকালয়ে ভেঙে পড়ে, তাই আতঙ্ক পিছু ছাড়ছে না দমদমবাসীদেরও।


ভিডিও স্টোরি