এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কিত কলকাতার বাসিন্দারাও। দুশ্চিন্তা ও ভয়ের ছাপ তাঁদের চোখে-মুখেও।
শেষ আপডেট: 14 June 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪। যদিও এখনও এ বিষয়ে সরকারি কোনও পরিসংখ্যান মেলেনি। বিমানে ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। যত সময় যাচ্ছে, বিমানের ধ্বংসস্থল থেকে আরও দেহ এবং দেহাংশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত অন্তত ২৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার পরই আতঙ্কে বিমান যাত্রীরা। সকলেরই মনে একটাই প্রশ্ন, 'আমার কপালে এমনটা নেই তো?'
এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্কিত কলকাতার বাসিন্দারাও। দুশ্চিন্তা ও ভয়ের ছাপ তাঁদের চোখে-মুখেও। কাজের সূত্রে বা অন্যান্য কারণে শহরের বেশিরভাগ মানুষই বিমান সফর করেন। তবে আমদাবাদের ঘটনার পর সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা।
বিমানযাত্রা নিয়ে রীতিমতো দোটানা দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। দ্য ওয়াল এ ব্যাপারে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে যখন খোঁজ-খবর করে, তখন কেউ বলছেন, কপালে যা আছে তাই হবে, কেউ বলছেন, কী জানি বাবা আমার জন্য কী অপেক্ষা করে রয়েছে!'
নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা দমদম এয়ারপোর্টের অ্যারাইভাল এবং ডিপারচার গেটে দেখা গিয়েছে অনেকেরই মুখ ভার। কেউ চিন্তায়, কখন প্রিয়জনের দেখা মিলবে।
আমদাবাদের ঘটনা যেন গলার কাঁটা হয়ে আছে বিমানের নিত্যযাত্রীদের মধ্যে। তাঁদের একটাই বক্তব্য, আরও সাবধান হতে হবে বিমান কর্তৃপক্ষকে। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে বলছেন, "এমন ঘটনা আমাদের সঙ্গেও হতেই পারে। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিকে নড়েচড়ে বসতেই হবে।"
বস্তুত, কলকাতা বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় ৩৫০টিরও বেশি বিমান ওঠা-নামা করে। দমদম জনবহুল এলাকা। এয়ার ইন্ডিয়ার বিমানটিও যেহেতু আমদাবাদের লোকালয়ে ভেঙে পড়ে, তাই আতঙ্ক পিছু ছাড়ছে না দমদমবাসীদেরও।