শেষ আপডেট: 9th September 2024 23:17
দ্য ওয়াল ব্যুরো: ৯ অগস্ট থেকে ৯ সেপ্টেম্বর। এক মাস হয়ে গেছে আরজি করের ঘটনার। তবে বিচার এখনও মেলেনি। তাই জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আমজনতা সকলেই প্রতিবাদ জারি রেখেছেন। পথে নেমে আন্দোলন, মানববন্ধন, মিছিল সবই চলছে। সোমবার আবারও মানববন্ধন দেখা গেল শহরে। ধর্মতলা মোড়, গড়িয়া চত্বরে মোমবাতি জ্বালিয়ে আবারও বিচারের দাবি তুললেন সাধারণ মানুষ।
এদিন ধর্মতলার কেসি দাস এবং টিপু সুলতান মসজিদের সামনে ৯ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আরজি কর কাণ্ডে বিচার না পাওয়ার একমাসের প্রতিবাদে সরব হন সকলে। জাতীয় পতাকা নিয়ে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অভিনব বিক্ষোভ দেখান আমজনতা। এই প্রতিবাদে সামিল হয়েছিলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর।
অন্যদিকে, গড়িয়া মোড়ে ২ ঘণ্টার জন্য মৌন অবস্থান বিক্ষোভে সামিল হন মানুষ। সেখানেও ৯ মিনিট কোনও কথা না বলে, মোবাইল আলো জ্বালিয়ে প্রতিবাদ করে জনতা। সেখানেও অনেকের হাতে দেখা যায় জাতীয় পতাকা। আরজি কর মামলা সুপ্রিম কোর্টে দুবার শুনানি হয়ে যাওয়ার পরও বিক্ষোভের আঁচ যে কমেছে তা একেবারেই বলা যাবে না। বরং উত্তরোত্তর তা বাড়ছে। সোমবার আন্দোলনে সামিল হয় কলকাতার কফি হাউজও।
শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলাতেও এই 'নয় নয় নয়' কর্মসূচি পালিত হয়েছে। যারা পথে নেমে আন্দোলনে সামিল হতে পারেননি, তাঁরা বাড়ির আলো নিভিয়ে প্রতিবাদ দেখিয়েছেন।
ঠিক বিকেল ৬টায় কফি হাউজের সব আলো নিভিয়ে দেওয়া হয়। তারপর টেবিলে টেবিলে জ্বালানো হয় মোমবাতি। একই সঙ্গে স্লোগান ওঠে, 'উই ওয়ান্ট জাস্টিস', 'জাস্টিস ফর আরজি কর'। স্লোগান শেষে সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে এই কর্মসূচি শেষ করেন।