শেষ আপডেট: 4th November 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে তার প্রতিবাদ করায় এন্টালিতে আক্রান্ত স্থানীয় বাসিন্দা ও তাঁর ছেলে। ভাইফোঁটার রাতে ঘটনাটি ঘটেছে।
রোববার রাতে পাড়ায় এক নাগাড়ে শব্দবাজি ফাটানো হচ্ছিল। সহ্যের মাত্রা ছাড়িয়ে যাওয়ার তার প্রতিবাদ করেন সুশীল কুণ্ডু এবং তাঁর ছেলে। তাঁদের অভিযোগ, এরপরই বাড়িতে চড়াও হন পাড়ার কয়েকজন। কথা কাটাকাটির পর হাতাহাতি হয়। আক্রান্ত হন বাবা-ছেলে দু'জনেই। পরে এন্টালি থানায় গোটা ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন সুশীল।
সূত্রের খবর, বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে সুশীলের। কাল রাতে অতিরিক্ত শব্দবাজির ফাটানোয় প্রবল অস্বস্তি হচ্ছিল তাঁর। বাধ্য হয়ে বাড়ির বাইরে গিয়ে অনুরোধ করেন যেন শব্দবাজি ফাটানো বন্ধ করা যায়। কিন্তু অসুস্থতার কথা জানিয়েও ছাড় পাওয়া যায়নি।
সুশীলের অভিযোগ, স্থানীয় যুবকরা আরও বেশি করে বাজি ফাটানো শুরু করেন। কিছুক্ষণ পর তাঁর বাড়িতে চড়াও হন কয়েকজন। বাজি ফাটানোর প্রতিবাদ করায় ঘরে ঢুকে তাঁদের মারধর করা হয়।
অন্যদিকে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় আজাদড়ে নিজের পাড়াতেই আক্রান্ত হন সঞ্জয় ভট্টাচার্য নামে এক ব্যক্তি। অভিযোগ ওঠে রাত ১০টা নাগাদ তাঁর ফ্ল্যাটের নীচেই শব্দবাজি ফাটানো হচ্ছিল। পাশাপাশি সাউন্ড বক্সও বাজানো হচ্ছিল তারস্বরে। সঞ্জয়ের দাবি, তাঁর ক্যান্সার আক্রান্ত কাকা বাড়িতে থাকেন। শব্দবাজি ফাটানো বন্ধ করার অনুরধ করেও কোনও লাভ হয়নি। বরং সঞ্জয়ের উপর চওড়াও হয়। ঘটনার পর কলকাতা পুলিশে মেল করে অভিযোগ জানান তিনি।