শেষ আপডেট: 28th February 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল থেকে ফের শহর কলকাতার একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন।
সূত্রের খবর, এই দফায় অবশ্য নিয়োগ দুর্নীতি বা রেশন দুর্নীতির কোনও ঘটনা নয়। জিএসটি কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে। তারই ভিত্তিতে এদিন সকাল থেকে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিয়ান শুরু করেছেন ইডির আধিকারিকরা।
সল্টলেকের সেক্টর ফাইভে একটি বেসরকারি সংস্থার অফিসে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে কলকাতা শহরের আরও কয়েকটি জায়গায় বেশ কয়েকটি সংস্থার অফিসেও চলছে তল্লাশি অভিযান। ইডি সূত্রের দাবি, জিএসটি কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে।
আবগারি শুল্ক, ভ্যাট, পরিষেবা করের মতোই পণ্য ও পরিষেবা কর দিতে হয়। যার পোশাকি নামকরণ, জিএসটি। ২০১৭ সালের ২৯ মার্চ সংসদে এই পণ্য ও পরিষেবা কর আইনটি পাস হয়েছিল এবং ওই বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হয়েছিল৷ অভিযোগ, পণ্য ও পরিষেবা কর বাবদ কলকাতার বেশ কয়েকটি সংস্থা লক্ষ লক্ষ টাকা ফাঁকি দিয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই তদন্ত চলছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের দাবি।