শেষ আপডেট: 26 February 2024 21:59
দ্য ওয়াল ব্যুরো: গত জানুয়ারি মাসে কলকাতার পিয়ারলেস হাসপাতালে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। তারপর থেকে সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে কিছু শোনা যায়নি। ফের শহরে করোনায় আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটল। জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
সূত্রের খবর, ওই যুবকের নাম আশিস হালদার। বয়স ২৪ বছর। মৃতের পরিবার সূত্রে খবর, বিগত বেশ কিছুদিন ধরে ভুগছিলেন তিনি। জ্বর হয়েছিল, শ্বাসের সমস্যা বাড়ছিল। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। এর পর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ওই যুবককে এর পরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পরিবার সূত্রে খবর, যুবকের দেহ দিতে চায়নি হাসপাতাল। শেষ পর্যন্ত সোমবার দুপুরে কলকাতা পুরসভার গাড়িতে দেহ পাঠানো হয় ধাপায়।
কলকাতায় ফের করোনায় মৃত্যুতে নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে। ভাইরাস কি আবার ফিরে আসছে, এই নিয়ে চিন্তা বাড়ছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এমন পরিস্থিতিতে সকলকে সাবধান থাকতে হবে। যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলতে হবে। চেষ্টা করতে হবে জনবহুল জায়গায় গেলে মুখে মাস্ক পরার। ছোট বাচ্চাদের ভিড় বা জনবহুল জায়গায় না নিয়ে যাওয়াই ভাল।
করোনায় ফুসফুস বেশি আক্রান্ত হচ্ছে বলে কিছুদিন আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। এমনকী দেখা গেছে, করোনা পরবর্তী সময়েও জটিল ফুসফুসের রোগে ভুগছেন অনেকে। কোভিড সারিয়ে উঠেছেন এমন লোকজনও নানারকম শারীরিক সমস্যায় ভুগেছেন পোস্ট-কোভিড পর্বে। শুধু করোনা নয়, সিজন চেঞ্জের এই সময় নানা রকম ভাইরাস-ব্যাকটেরিয়াও সক্রিয় হয়েছে। এর সঙ্গে করোনার সংক্রমণ হলে ঝুঁকি বাড়বে বলেই সতর্ক করছেন ডাক্তারবাবুরা। মাস্ক পরা, বারে বারে হাত দোওয়া, স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোভিড বিধি ভুললে চলবে না। পারস্পরিক দূরত্ব মেনে চলতে হবে। পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। সম্ভব হলে বুস্টার ডোজ নিয়ে রাখা ভাল।