শেষ আপডেট: 9th January 2025 19:54
দ্য ওয়াল ব্যুরো: গত বছর ডিসেম্বরে তপসিয়ার ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার পরপরই নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। সেই একই ছবি আবার দেখল কলকাতা। এবার জোকায় আগুনে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি। শীতের রাতে ফের আশ্রয়হীন বাসিন্দারা।
বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবার রোডের পাশের ঝুপড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। যেখানে আগুন লেগেছে তার ওপর দিয়েই মেট্রোর ব্রিজ রয়েছে। সেখানেই এই ঝুপড়িগুলো ছিল।
স্থানীয়দের কথায়, একটি ঝুপড়ি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। যারা সেখানে থাকেন, তাঁরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, তা বিফলে যায়। নিমেষের মধ্যে আগুন বিধ্বংসী আঁকার ধারণ করে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। ফলে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।
পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে দমকলে খবর দেওয়া হয়। এখনও পর্যন্ত যা খবর, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন এসে পৌঁছলেও আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রায় এক ঘণ্টা পেরিয়ে শেষ পাওয়া খবর এই যে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঠিক কী কারণে আগুন লাগল তা পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে আসার পর জানা যাবে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।