শেষ আপডেট: 11th January 2025 22:07
দ্য ওয়াল ব্যুরো: মেট্রো পরিষেবা নিয়ে যাত্রীদের ক্ষোভের শেষ নেই। সাত মিনিট অন্তর মেট্রো চলার কথা বলা হলেও বাস্তবে তেমনটা হচ্ছে না বলে অভিযোগ করছিলেন যাত্রীরা। ব্যস্ত সময়ে রীতিমতো দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল বলে অভিযোগ। এমনকি ভিড়ের সুযোগ নিয়ে মেট্রোর মধ্যে মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগও উঠছিল।
যাত্রীদের অভিযোগের কথা পৌঁছেছিল মেট্রো কর্তৃপক্ষর কানেও। তারই জেরে এবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ আপ ও ডাউন লাইনে ব্য়স্ত সময়ে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
শনিবার এক বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্যস্ত সময়ে অর্থাৎ প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে অতিরিক্ত মেট্রো চালানো হবে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে।
সোমবার থেকে চালু হবে এই পরিষেবা। আপাতত পরীক্ষামূলক ভাবে সংশ্লিষ্ট রুটে ১৪টি অতিরিক্ত ট্রেন চালানো হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অফিস টাইমে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে শোভাবাজার সুতানটি ও শ্যামবাজারের মাঝে ভিড়ে ঠাসা মেট্রোয় এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে মেট্রোর মধ্যে তীব্র উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়।
তখনই মহিলা যাত্রীদের অনেকে অভিযোগ করেছিলেন, ভিড়ের সুযোগ নিয়ে একাংশ ব্যক্তি মেট্রোয় শ্লীলতাহানির চেষ্টা করেন। ব্য়স্ত সময়ে ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবিও ওঠে। তারই জেরে মেট্রো কর্তৃপক্ষর এই পদক্ষেপ কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।