শেষ আপডেট: 30th July 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক-টেকনিশিয়ানদের দ্বন্দ্বের জেরে মঙ্গলবারও টালিগঞ্জে শুটিং বন্ধ রয়েছে। অচলাবস্থা কাটাতে এবার পরিচালক-অভিনেতদের একাংশ দ্বারস্থ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মঙ্গলবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরিচালক গৌতম ঘোষরা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও।
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে। সেই থেকেই শুরু বিতর্ক। গত শুক্রবার খবর মেলে তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিরেক্টরস গিল্ড। কিন্তু শেষরক্ষা হয়নি। ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দেয়নি ফেডারেশন। এরপর ফেডারেশনের সিদ্ধান্তে নড়েচড়ে বসে টলিউডের পরিচালকদের একাংশ। সোমবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই ইস্যুতে বৈঠক করেছিলেন পরিচালকদের একাংশ। কীভাবে খুব দ্রুত সকলকে নিয়ে কাজে ফেরা যায়, সেই নিয়েই আলোচনা হয়।
পরবর্তী সময়ে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে সাংবাদিক বৈঠক করে ফেডারেশন। যেখানে টলিপাড়ার কাজ বন্ধের দায় পরিচালকদের উপরই চাপান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এতে পরিস্থিতি আরও জটিল হয় যায়। তখন থেকেই কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দাবি উঠছিল। তারপরই মঙ্গলবার প্রসেনজিতরা গেলেন নবান্নে। যদিও নবান্নে তারা নিজেরাই গেছেন, না নবান্ন থেকে তাদের ডেকে পাঠানো হয়েছিল, এটা এখনও স্পষ্ট নয়।
সোমবার নিজের বাড়ির বৈঠকের পর প্রসেনজিৎ বলেছিলেন, ''গোটা ইন্ড্রাস্ট্রি একটি পরিবার। এটাকে আমি মান-সম্মানের লড়াই বলব। সাধারণ পরিবারে যেমন অভাব-অভিযোগ থাকে, এখানেও আছে। কিন্তু এইভাবে একটা পরিবার ভেঙে যাক, কেউই আমরা চাই না।'' পরিচালক গৌতম ঘোষের বক্তব্য ছিল, ''এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে দু'পক্ষকেই ভাবতে হবে, এগিয়ে আসতে হবে। এখানে আমরা কেউ বিভাজনে বিশ্বাস করি না। এটা একটাই ইন্ডাস্ট্রি, এখানে কোনও ভেদাভেদ নেই। সবাই একটাই পরিবার। আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেয়েছেন।''