শেষ আপডেট: 5th September 2024 08:56
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হতে বুধবার রাতে শ্যামবাজার গেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু তাঁকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান দেওয়া হয়। এমনকী গাড়ির ভিতর বসে থাকাকালীনও তাঁর ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ! ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁরই সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী। আন্দোলনকারীদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন, ''কী করে পারলে তোমরা?''
শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে জনতার ভিড়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে তাঁকে প্রতিবাদে সামিলই হতে দেয়নি বিক্ষোভকারীরা। অভিনেত্রী-সেলিব্রিটি জনতার অরাজনৈতিক এই কর্মসূচিতে যোগ দিতে এসেছেন শুনেই মানুষের ক্ষোভ বেড়ে যায়। ঋতুপর্ণার গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। তাঁর গাড়ির কাচেও মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার নিন্দা করে বড় পোস্ট করেছেন অন্য এক অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ''আপনারা কী ভুলে গেছেন যে নারীদের রাত দখলের লড়াইয়েই সামিল হয়েছিলেন? মহিলাদের সম্মান, অধিকার রক্ষার দাবিতে আপনারা মিছিলে সামিল হয়েছিলেন সেটাও ভুলে গেছিলেন? কীভাবে এটা করতে পারলেন? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ করি।'' আরজি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে শাঁক বাজিয়ে ট্রোল হতে হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেই প্রসঙ্গও তুলে ধরেন সুদীপ্তা। বলেন, ''তাঁর একটি ভুয়ো ভিডিও দেখে ঘৃণা উগরে দিলেন। তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন। তিনি তাও মেনে নিয়ে এলাকা ছেড়ে দিলেন। তা সত্ত্বেও তিনি যখন গাড়িতে বসে রয়েছেন তখন হামলা চালালেন। কী ভয়াবহ পরিস্থিতি!''
অভিনেত্রীকে ঘিরে বিক্ষোভ কেন? উপস্থিত আমজনতার জানিয়েছিল, "উনি ভাল অভিনেত্রী। সে জন্য একসময় ওনার অভিনয় দেখেছি, তার প্রশংসাও করেছি। কিন্তু মানুষ হিসেবে এরা সুবিধেবাদী। তাই সাধারণের এই কর্মসূচিতে সুবিধেবাদীদের কোনও স্থান নেই।" অভিনেত্রীকে লক্ষ্য করে হাওয়াই চটিও দেখায় জনতা।