ভাস্কর গুপ্ত
শেষ আপডেট: 17th March 2025 13:56
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল সকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) যখন ভারপ্রাপ্ত উপাচার্য ঢুকলেন, তাঁর চোখে-মুখে তখন ধকলের ছাপ স্পষ্ট। ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতি তো বটেই নিজের শারীরিক অসুস্থতা কাটিয়ে দীর্ঘ সময় পর আজ বৈঠক করলেন ভাস্কর গুপ্ত (Bhaskar Gupta)। করজোড়ে চাইলেন, দ্রুত যেন বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরে আসে।
ক'দিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Brtaya Basu) গাড়িতে হামলার ঘটনা ঘটে। আহত হন কয়েকজন পড়ুয়া। তারপরই বিক্ষোভ, প্রতিবাদে নামেন ছাত্ররা। উপাচার্যের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চাপ দিতে থাকেন তাঁরা। তারপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। তাঁকে বাইপাসের ধারের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রাম সেরে এদিন সকাল ১০টা ৫০ নাগাদ বিশ্ববিদ্যালয়ে ঢোকেন অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। প্রথমেই বিশ্ববিদ্যালয়ের আধিকারিক যেমন রেজিস্ট্রার, সহ-উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরই গত কয়েকদিনে যে পরীক্ষাগুলি বিশ্ববিদ্যালয় নেওয়া হয়নি সেগুলি পুনরায় নেওয়ার বিষয়ে কমিটির সঙ্গে আলোচনা করেন।
তার পরপরই সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আলোচনা করেন ভাস্কর। সাংবাদিক বৈঠক করে তিনি এক একটি ইস্যু ধরে জানান, ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট বসানো নিয়ে একটি প্রস্তাব এসেছে। ফাঁড়ি ও ব্যারাক তৈরি করার জন্য় ওয়ার্কিং কমিটির বৈঠকে বিষয়টি তোলা হবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। ২০০০ স্কোয়ার ফুট জায়গা চাওয়া হয়েছে। যদিও ভাস্করবাবু জানান, বিশ্ববিদ্যালয়ের কাছে এত জমি নেই।
দ্বিতীয়ত, ওয়ার্কিং কমিটির ডাকা বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "অস্থায়ী উপাচার্য পদে থেকে সরকারি অনুমতির প্রয়োজন রয়েছে কর্ম সভাতে বৈঠক ডাকার বিষয়ে। গত কয়েকদিনে সামগ্রিক যা পরিস্থিতি ঘটেছে তা নিয়ে কর্ম সমিতিতে আলোচনা হোক। আমরা তারপর সরকারের কাছে কর্মসমিতির বৈঠক নিয়ে আবেদন করব।"
ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, "আমরা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে। সরকারকেও বিষয়টি বারংবার জানিয়েছি। আমরা মনে করি সম্পূর্ণরূপে ছাত্র ভোট হওয়া উচিত। ছাত্র সংসদ নির্বাচনই একমাত্র সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে।"
বস্তুত, ক্যাম্পাসের অচলাবস্থা কাটাতে ক'দিন আগেই ছাত্রছাত্রীদের অনুরোধ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। হাসপাতাল থেকে ইমেল করে সকলের উদ্দেশে বার্তাও পাঠান তিনি। অনুরোধ করেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ ফিরিয়ে আনার জন্য।