শেষ আপডেট: 11th August 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: আরজিকর কাণ্ডে রাজ্যজুড়়ে তোলপাড় পরিস্থিতি তৈরি হলেও অভিযুক্ত নিজে নির্বিকার। পুলিশের দাবি, ধৃত সঞ্জয় রায় নিজেই তাঁদের বলছেন, 'আমাকে ফাঁসি দিয়ে দিন'। ইতিমধ্যে সঞ্জয়ের নানা কুকীর্তি সামনে আনছেন তাঁর প্রতিবেশীরা।
এবার সঞ্জয়ের এক দিদির কণ্ঠেও ঝরল ভাইয়ের প্রতি তীব্র বিতৃষ্ণা। কলকাতা পুলিশে কর্মরত সঞ্জয়ের ওই দিদি সংবাদমাধ্যমকে বলেন, "ওকে নিজের ভাই বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। ওর এত কুর্কীতি যে বাধ্য হয়েই আমরা ওর সঙ্গে কোনও সম্পর্ক রাখিনি। মাকেও নিয়ে চলে এসেছি। বোনেরা মিলেমিশে মায়ের দেখাশোনা করি।"
সঞ্জয়ের দিদি আরও বলেন, "আরজিকরে ও(সঞ্জয়) যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর কঠোরতম শাাস্তি হওয়া উচিত। তবে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা ওকে নিয়ে যা খুশি করুন, দয়া করে ওর দেহ আমাদের দেবেন না। আমরা নেব না। কারণ, এমন মানুষের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যায় না।"
প্রসঙ্গত, সঞ্জয়কে নিয়ে তিতিবিরক্ত তার প্রতিবেশীরাও। তাঁদের কথায়, সারাদিন মদ খেত। একাধিক বিয়েও রয়েছে সঞ্জয়ের। কেউ ছেড়ে চলে গেলে, অন্য মহিলাদের সঙ্গে থাকত সে। এভাবেই চলত। যদিও অভিযুক্তের মা মালতী রায়ের দাবি, ছেলে যে এই ঘটনা ঘটাতে পারে তা বিশ্বাসই করতে পারছেন না তিনি।
শনিবার ছেলের কুর্কীতি শোনার পর সঞ্জয়ের মা আক্ষেপের সুরে বলেছিলেন, 'সন্তানকে সব মা-ই ছোট থেকে বড় করে। পাঁচটা ছেলেমেয়েকে বড় করেছি। এখন শুনছি আমার ছেলে রেপ করেছে, মার্ডার করেছে। আমার জীবনটাই শেষ করে দিল। ছেলের বিপদে এখন কেউ পাশে নেই।" তিনি এও বলেন, "ছেলেটা কিন্তু আমার ভালই ছিল। কেউ ফাঁসাল নাতো!"
দিদি অবশ্য এদিন স্পষ্ট করে দিয়েছেন, এমন ভাইয়ের সঙ্গে তাঁরা আগেও সম্পর্ক রাখেননি, ফাঁসি হলে তারপরও দেহ নেবেন না!