শেষ আপডেট: 4th January 2025 22:29
দ্য ওয়াল ব্যুরো: হাজরা রোডে পরপর উপড়ে পড়ল গাছ! প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার রাতে আচমকাই একের পর এক গাছ ভেঙে পড়ে। রাস্তা দিয়ে সে সময় দু’টি গাড়ি যাচ্ছিল বলে খবর। আচমকা গাছ পড়ার কারণে গাড়ি দু’টি দুমড়ে মুচড়ে যায়, ভেঙে গুঁড়িয়ে যায় গাড়ির কাচও।
জানা গেছে, গাড়ি দু’টিতে মোট ৫ জন যাত্রী ছিলেন। শনিবার হাজরার ব্যস্ত রাস্তায় একের পর এক গাছ ভেঙে পড়ে। তাতেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে কালীঘাট থানার পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা গাড়ি থেকে যাত্রীদের নিরাপদে বাইরে বের করে আনেন। অল্পের জন্য তাঁরা প্রাণে বেঁচেছেন বলে খবর। গাড়ি দুটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিন দুর্ঘটনার জেরে প্রায় ৫০ মিনিটের বেশি যান চলাচল স্তব্ধ হয়ে যায় বলে খবর। পরে পুরসভার কর্মীরা গাছ কেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ সময় পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার মেয়র পারিষদ অসীম বসু। তিনি জানান, ‘যত বছরের পুরনো গাছই হোক না কেন, কলকাতা পুরসভা সেটাকে কেটে ফেলতে পারে না। সেটিকে ছেঁটে ফেলার নিয়ম থাকলেও একবারে উপড়ে ফেলার নিয়ম নেই।’ বর্তমানে গাছ কেটে সেগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারে বিপজ্জনক অবস্থায় গাছগুলি থাকলেও সেদিকে খেয়াল নেই পুরসভার। শনিবার আচমকাই গাড়ির উপর সেগুলি ভেঙে পড়ে। কিন্তু সে সময় রাস্তা দিয়ে পথচলতি কোনও মানুষ গেলে বড় দুর্ঘটনা হতেই পারত। বছর শুরুর প্রথম সপ্তাহেই এমন কাণ্ডে নাকাল হতে হয় অফিস ফেরত নিত্যযাত্রীদের।