Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Abhijit Ganguly

অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসা

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় তাঁকে শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসা

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 June 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি করা হল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly admitted to hospital)। শনিবার রাতে আচমকা় অসহ্য পেটে ব্যথা এবং বমি হতে শুরু করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতির। এরপরই শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, ক্রিটিকাল কেয়ার ইউনিটে (Critical care unit) একজন সার্জেন আর মেডিসিন বিশেষজ্ঞর নজরদারিতে রাখা হয়েছে তাঁকে।  খবর পেয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন বিজেপির নেতা কর্মীরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় মেডিসিন ও  চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। সাংসদের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

এদিন বাড়িতেই বেশ কয়েকবার বমি হয়েছে তাঁর। প্রবল ব্যথা ছিল পেটেও। এই উপসর্গ দেখা দিতেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তমলুকের সাংসদকে। সিঙ্গেল আইসিইউ-তে রেখে চিকিৎসা চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। 

সূত্রের খবর, অভিজিৎবাবুর এই মুহূর্তে বয়স ৬২ বছর। বয়সজনিত কিছু শারীরিক সমস্যা রয়েছে। তাছাড়া অতিরিক্ত গরম আবহাওয়ার জেরে গত কয়েক দিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। ঘনিষ্ঠ মহলের মতে, খাদ্য সংক্রান্ত সমস্যা থেকে তাঁর পেটে ব্যথা এবং বমি হয়ে থাকতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার আগে এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে চাইছেন না চিকিৎসকরা। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে গত লোকসভা ভোটের মুখে বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। পদ্ম শিবিরের তরফে তাঁকে তমলুকে প্রার্থী করা হয়। ভোটে জিতে তিনি তমলুকের সাংসদও হন।

সূত্রের খবর, কলকাতা থেকে হামেশাই নিজের সাংসদ এলাকায়  যাতায়াত করেন তিনি। এছাড়া কলকাতায় দলের প্রায় প্রতিটি কর্মসূচিতেই দেখা যায় তাঁকে। তার ওপর এবারে বাংলায় সময়ে বর্ষা প্রবেশ না করায় অত্যধিক গরম পড়েছে। সে ক্ষেত্রে শারীরিক ধকলের কারণেই এই অসুস্থতা কিনা, তা নিয়েও কর্মীদের মধ্যে চর্চা শুরু হয়েছে।


ভিডিও স্টোরি