শেষ আপডেট: 2nd September 2024 22:00
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনায় পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার দুপুরের পর থেকেই লালবাজারে সামনে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা। সন্ধের পর সন্দীপ ঘোষের গ্রেফতারির খবরে তাঁরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে এর কিছু পরেই খানিক উত্তেজনা সৃষ্টি হয়ে লালবাজার এলাকায়। কারণ জুনিয়র ডাক্তারদের বিক্ষোভস্থলে উপস্থিত হয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং নেতা রুদ্রনীল। তাঁদের ঘিরে 'গো-ব্যাক' স্লোগান দেওয়া হয়।
সন্দীপ ঘোষ গ্রেফতার হলেও পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে অনড় জুনিয়র ডাক্তাররা। তাঁদের সাফ কথা, সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন মানে একটা দাবি পূরণ হয়েছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন বজায় থাকবে। এই পরিস্থিতির মধ্যে জুনিয়র ডাক্তারদের অবস্থান-বিক্ষোভে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। কিন্তু আন্দোলনকারীরা স্পষ্ট জানান, তাঁরা প্রথম দিন থেকেই এই আন্দোলন অরাজনৈতিক রেখেছেন, আজও তাই রাখতে চান। তাই তাঁদের চলে যেতে হবে। এই কারণেই 'গো-ব্যাক' স্লোগান দেওয়া হয়। শেষমেশ ওই এলাকা থেকে বেরিয়ে আসেন দু'জন।
সোমবার ডাক্তারদের লালবাজার ঘেরাও অভিযানে সামিল হয়েছিলেন অনেক অভিভাবক। তাঁরা জানিয়েছেন, যে নারকীয় ও পাশবিক ঘটনা ঘটেছে সরকারি হাসপাতালে তার পর তাঁরা তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন। তাই স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে নেমেছেন তাঁরা।
জুনিয়র ডাক্তারদের দাবি হল, আরজি কর কাণ্ডের ঘটনার দায় নিয়ে সরতে হবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এদিন তাঁরা কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু বিনীত গোয়েল তাতে রাজি না হওয়ায় তাঁরা প্রতিবাদে রাস্তায় বসে পড়েন। এর পরই জুনিয়র ডাক্তারদের একাংশ জানিয়ে দেয়, পরশু ৪ সেপ্টেম্বর ফের রাত দখল অভিযানে নামবেন তাঁরা।