শেষ আপডেট: 13th September 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে তিন স্বাস্থ্যকর্তার পদত্যাগ-সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। এখনও স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে অনড় তাঁরা। এর মধ্যেই এবার সেখানে 'অভয়া ক্লিনিক' চালু করলেন ডাক্তাররা।
রাজ্যজুড়ে চলছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিক। তাঁদের দাবি, হাসপতালে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে বলে যা প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। সিনিয়র চিকিৎসকরা বাড়তি সময় হাসপাতালে থাকছেন।
পাশাপাশি আন্দোলনের মধ্যে থেকেই মতামত সংগ্রহ করে অভয়া ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এবার সেই অভয়া ক্লিনিক স্বাস্থ্য ভবনের সামনেও।
জুনিয়র ডাক্তাররা জানালেন, 'দিনের শেষে আমরা ডাক্তার। স্যারেরা হাসপাতালে পরিষেবা দিচ্ছেন। আমরা অবস্থানে থেকেই তাই এখানেও অভয়া ক্লিনিক চালু করলাম।' মনে করিয়ে দেন, তাঁরা নিজেদের দায়িত্ব ভুলে যাননি।
এই ক্লিনিকের প্রেসক্রিপশনেও থাকে প্রতিবাদ। লেখা হয় 'আরজি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই'। গত রবিবারও কলকাতার ২৯ টি জায়গা-সহ একাধিক জেলায় অভয়া ক্লিনিক খুলে রোগী দেখেন ডাক্তাররা। ক্যাম্পে রক্তচাপ মাপা হয়, করা হয় এক্সরে। এছাড়াও বিনামূল্যে ওষুধও দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা।
প্রসঙ্গত, স্বাস্থ্যভবনের সামনে ক'দিন আগেই বিক্ষোভ চলাকালীন এক মহিলা পুলিশ কর্মী শ্বাসকষ্টের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে দেখতে পেয়ে কয়েকজন ডাক্তার ছুটে যান। নিজেদের সঙ্গে থাকা মাইক ব্যবহার করে ইনহেলার চান। বিক্ষোভকারীদের মধ্যে থেকেই কেউ তা এগিয়ে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে চলে অ্যাম্বুল্যান্সও। ফলে মহিলা অফিসারের বড় কোনও ক্ষতি হয়নি। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।