শেষ আপডেট: 25th October 2024 23:22
দ্য ওয়াল ব্যুরো: সব ধরনের সতর্কতা নিয়েও এড়ানো গেল না প্রাণহানির ঘটনা। ফের কলকাতায় জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।
ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোডে। সূত্রের দাবি, মৃত যুবকের নাম সৌরভ গুপ্ত। বিহারের এই বাসিন্দা কর্মসূত্রে ভবানীপুরে ভাড়া থাকতেন। তবে এ ব্যাপারে পুরসভার তরফে কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
ঘূর্ণিঝড় দানার দাপটে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কলকাতায়। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশিরভাগ এলাকা।
স্থানীয়দের দাবি, এদিন সন্ধের মুখে জাস্টিস দ্বারকানাথ রোডের এক কোমর জল পেরিয়ে এগোচ্ছিলেন অভিষেক। রাস্তার পাশের একটি পাঁচিলে হাত রাখেন তিনি। কোনওভাবে ওই পাঁচিল আগে থেকে বিদ্যুতের সংস্পর্শে এসেছিল বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায়।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুধু ভবানীপুর নয়, জমা জলের আতঙ্ক তাড়া করে সমগ্র কলকাতাবাসীকে। গতবছর হরিদেবপুরে এভাবেই জমা জলে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একজনের। তারও আগে জমা জলে মর্মান্তিক মৃত্যুর একাধিক নজির রয়েছে শহর কলকাতায়।
বস্তুত, টানা বৃষ্টিতে শহরের বহু এলাকায় এখনও জল জমে রয়েছে। উপান্তর না থাকায় তার মধ্যে দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন মানুষজন। তার মধ্যে ভবানীপুরের ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়াল।