শেষ আপডেট: 23rd August 2024 13:21
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের মধ্যে আরও এক তরুণীর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধল। বৃহস্পতিবার রাতে রাসেল স্ট্রিটের বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে জানাগিয়েছে, ওই তরুণীর নাম শিবালিকা সিং (২৫) । বাড়ি চেতলায়। ওই বহুতলের কেয়ারটেকারদের দাবি, ওই তরুণীকে বিল্ডিংয়ে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তাঁরা। এদিন সন্ধে সাড়ে ৭টা নাগাদ ভারি কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে যান। দেখেন, বিল্ডিংয়ের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শিবালিকা। তাঁদের অনুমান, তরুণী আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, ৫/২ রাসেল স্ট্রিটে ওই বহুতলে অনেকগুলি সংস্থার অফিস রয়েছে। সেখানে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট স্কুল রয়েছে। ওই ইভেন্ট ম্যানেজমেন্ট স্কুলেই প্রশিক্ষণ নিচ্ছিলেন শিবালিকা। সন্ধের পর তরুণীর ঝাঁপ দেওয়ার ব্যাপারে থানার কাছে খবর যায়। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে যায় শেক্সপিয়ার সরনি থানার পুলিশ। তদন্ত শুরু করে। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায় তাঁরা।
ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মোবাইল উদ্ধার করেছে। বহুতলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ৮ মিনিটের একটি ফুটেজে তরুণীকে বহুতলে প্রবেশ করে দেখা গিয়েছে। তারপরে, পড়ে যাওয়ার ফুটেজও সংগ্রহ করেছে। তরুণীর মৃত্যুর কারণ খোঁজার জন্য পুলিশ তরুণীর বাড়ির লোকের সঙ্গে কথা বলছে। পাশাপাশি ওই ইভেন্ট ম্যানেজমেন্ট স্কুল ও বহুতলের কেয়ারটেকারদের সঙ্গেও কথা বলেছে।
বহুতলের কেয়ারটেকার প্রসূন সরকার জানিয়েছেন, "৭টা ৩৪ থেকে ৭টা ৩৫ মিনিট নাগাদ আটতলা থেকে মেয়েটি ঝাঁপ দেয়। বিকট শব্দ হয়। নীচে এসে পড়ে। আমরা গিয়ে দেখি মেয়েটি উপুড় হয়ে পড়ে রয়েছে। আমরা ১০০ নম্বর ডায়াল করে পুলিশ ডাকি। পুলিশ এসে ঘটনাস্থলে এসে যা যা করণীয় করতে শুরু করে।"
প্রসূনবাবু কথায়, "ওই তরুণী আগে স্কুলে আশা যাওয়া করত। সাধারণত সন্ধেবেলা সব ফ্লোরে আমরা চেকিং করি। এদিনও চেকিং করতে গিয়েছিলাম। তখন স্কুল বন্ধ হয়ে গিয়েছিল।"