শেষ আপডেট: 7th April 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি। এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট ২৬ হাজার চাকরি বাতিল করেছে (SSC Case Verdict)। কিন্তু সোমবার নেতাজি ইনডোরে (Netaji Indoor Stadium) চাকরিহারাদের বৈঠকে ধরা পড়েছেন এক 'অযোগ্য' শিক্ষক (Fake Teacher)! তাঁকে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
নেতাজি ইনডোরে চাকরিহারাদের সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই সভায় থাকতে চেয়ে চাকরিহারাদের লাইন ছিল দেখার মতো। সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় জমান নেতাজি ইনডোর স্টেডিয়াম চত্বরে। প্রায় বাবুঘাট পর্যন্ত লাইন ছিল চাকরিহারাদের। এই লাইন থেকেই এক 'ভুয়ো' শিক্ষককে পাকড়াও করেন অন্যান্যরা। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
লাইনে থাকা অন্য এক চাকরিহারা শিক্ষক বলেন, ''ওই যুবককে দেখে কারও হয়তো সন্দেহ হয়েছিল। তারপর তাঁকে ওমএমআর শিট সহ অন্যান্য নথি দেখাতে বলা হয়। কিন্তু তিনি দেখাতে পারেননি। এমনকী, পালানোরও চেষ্টা করেন। তখনই তাঁকে পাকড়াও করা হয়।'' অন্য একজনের বক্তব্য, ''আমরা যোগ্য এবং তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে। বারবার সেই প্রমাণ আমরা দিয়েওছি। তবুও আজ আমরা বঞ্চিত।''
কারা যোগ্য এবং কারা অযোগ্য তা নিয়ে ধোঁয়াশা বহাল। কিন্তু যে সব চাকরিহারারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন তাঁদের বক্তব্য, সরকারের কাছে পরিষ্কার কারা অযোগ্য। ২৬ হাজারের মধ্যে অন্তত ৬-৭ হাজার জন অযোগ্য রয়েছে। কিন্তু তাদের জন্য যোগ্যদের আজ এই অবস্থা।
নেতাজি ইনডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, ''আমি বেঁচে থাকতে কোনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। আমরা কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাইব যাঁরা এতদিন কাজ করতেন, তাঁরা কী করবেন? নতুন পরীক্ষা নিতে বলেছেন, আগে জানতে চাই, যাঁরা শিক্ষক ছিলেন এতদিন, তাঁদের জন্য কী ব্যাখ্যা? স্কুল কে চালাবে?'' এই কথা বলে, যোগ্য প্রার্থীদের ভলানটারিলি অর্থাৎ স্বেচ্ছায় শিক্ষকতার কাজ চালিয়ে যেতে বলেন মুখ্যমন্ত্রী।