শেষ আপডেট: 29th October 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় ফের ভয়ঙ্কর ঘটনা। শিয়ালদহ স্টেশন চত্বরে এক যুবককে এলোপাথাড়ি ছুরির কোপ মেরে পালাল দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রথমে তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়। যে এলাকায় এই ঘটনা ঘটেছে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে শিয়ালদহ ডিআরএম অফিস। এমন জায়গায় এই ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন।
পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম ইমরান। সোমবার রাতে তাঁকে কয়েকজন শিয়ালদহ স্টেশন সংলগ্ন কাইজার স্ট্রিটে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানে প্রথমে তাকে হুমকি দেয় ৩-৪ জন। তারপর এলোপাথাড়ি ছুরির কোপ মারা হয়। ইমরানের বাবা এও দাবি করেছেন, ছেলেকে গুলিও করা হয়েছে। তবে সেটি আঙুল ছুঁয়ে বেরিয়ে গেছে। তাকে খুন করার পরিকল্পনা করেই ডাকা হয়েছিল বলে অভিযোগ।
নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা ইমরান পেশায় প্রোমোটার বলে জানতে পেরেছে পুলিশ। সেই প্রেক্ষিতে অনুমান, ব্যক্তিগত শত্রুদের জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকেই এই ঘটনায় গ্রেফতার করা হয়নি।
গত মাসেই কলকাতার নিউটাউন এবং বাবুঘাট এলাকায় পৃথক দুটি ঘটনায় গুলি চলেছিল। নিউটাউনে ইকো পার্ক এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বাইক আরোহী দুই দুষ্কৃতী। অন্যদিকে, বাজেকদমতলা ঘাটের সামনে গুলি চালানোর ঘটনায় এক লরিচালক আহত হন। পরপর এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে কলকাতার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। বিশেষ করে রাতের শহর নারী, পুরুষ কারও জন্যই আদতে কতটা নিরাপদ তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।