Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তোলাবাজির অভিযোগে হাওড়া তৃণমূলের এক নেত্রীর স্বামীর চাকরি গেল, রাতেই নির্দেশ পুলিশ কমিশনারেটের'ঐশ্বর্যার ব্রায়ের হুকটা চেপে ধরে...' পরিচালকের কথা মতো সকলের সামনেই সেই কাজ করেন ববিউঁকি দিচ্ছে বক্ষযুগল, স্পষ্ট সবুজ ব্রাও, দিশার খোলামেলা পোশাক দেখে লোকজন বলছে, 'উফ কী সেক্সি!'দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?‘মেট্রো… ইন দিনো’র সাফল্যে আপ্লুত সারা আলি খান, বললেন, 'আমি যা কিছু করি সবই...''কসবাকাণ্ডে নির্লজ্জ মিথ্যাচার করছে বিজেপি', কার্তিকের প্রসঙ্গ টেনে বড় হুঁশিয়ারি কুণালেরটলিপাড়ার অচলাবস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ বিচারপতিরপ্রাক্তন প্রেমিকাকে খুন, রাগের বশে ছ'মাসের শিশুকেও কোপাল যুবক! দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডভারতীয় নার্সের ফাঁসি ১৬ জুলাই, শেষ চেষ্টাও ব্যর্থ হলকসবাকাণ্ড: ২২ জুলাই পর্যন্ত মনোজিৎ-সহ চার অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ
Kolkata Metro

টানেলের মধ্যে সমস্যা হলে যাত্রী উদ্ধার কীভাবে? মেট্রো কর্মীদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ

হঠাৎ দুর্যোগ তৈরি হলে পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ।

টানেলের মধ্যে সমস্যা হলে যাত্রী উদ্ধার কীভাবে? মেট্রো কর্মীদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ

চলছে বিশেষ প্রশিক্ষণ -ছবি সৌজন্যে কলকাতা মেট্রো

শেষ আপডেট: 8 June 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'রেমাল' অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তাণ্ডব চলাকালীন শহরের অবস্থা কেমন হয়েছিল তা সকলের জানা। মেট্রো স্টেশনের ভিতর পর্যন্ত জল জমে গেছিল। রাস্তাঘাটে নাজেহাল হওয়া সাধারণ মানুষ মেট্রোতে উঠতে গিয়েও যে এমন পরিস্থিতির সম্মুখিন হবেন তা কল্পনা করেননি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিল মেট্রো কর্তৃপক্ষ। 

হঠাৎ দুর্যোগ তৈরি হলে পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পশ্চিমবঙ্গ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের যৌথ উদ্যোগে একটি মক ড্রিল করে তারা। পাতালে মেট্রো চলাকালীন কোনও বিপদ হলে বা অতিরিক্ত বৃষ্টিতে আবার জল জমার মতো ঘটনা ঘটলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, কীভাবে যাত্রীদের উদ্ধার করতে হবে, তারই প্রশিক্ষণ চলে। দমদম এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনের মাঝে এই মক ড্রিল হয়। 

ঘূর্ণিঝড়ের জেরে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল জমে গেছিল। জল জমার কারণে প্রায় ৫ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধও ছিল। সেই ঘটনায় অবশ্য কলকাতা পুরসভার দিকে আঙুল তুলেছিল মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য ছিল, পার্ক স্ট্রিটে সাবওয়ের মাথায় পুরসভার যে নিকাশি নালা রয়েছে তাতে ফাটল ধরে। সেই কারণে এই বিপত্তি। ওই ফাটল দিয়েই জল ঢুকে আসছিল। 

পুরসভা অবশ্য পাল্টা দাবি করে, মেট্রোর কোনও একটা জায়গায় ফাটল ছিল, তাই এমন ঘটনা। পুরসভার নিকাশি নালা থেকে ওইভাবে জল ঢোকার কোনও সুযোগ নেই। কারণ মেট্রোর গার্ড ওয়াল পোক্ত। 


ভিডিও স্টোরি