চলছে বিশেষ প্রশিক্ষণ -ছবি সৌজন্যে কলকাতা মেট্রো
শেষ আপডেট: 8 June 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'রেমাল' অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তাণ্ডব চলাকালীন শহরের অবস্থা কেমন হয়েছিল তা সকলের জানা। মেট্রো স্টেশনের ভিতর পর্যন্ত জল জমে গেছিল। রাস্তাঘাটে নাজেহাল হওয়া সাধারণ মানুষ মেট্রোতে উঠতে গিয়েও যে এমন পরিস্থিতির সম্মুখিন হবেন তা কল্পনা করেননি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিল মেট্রো কর্তৃপক্ষ।
হঠাৎ দুর্যোগ তৈরি হলে পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পশ্চিমবঙ্গ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের যৌথ উদ্যোগে একটি মক ড্রিল করে তারা। পাতালে মেট্রো চলাকালীন কোনও বিপদ হলে বা অতিরিক্ত বৃষ্টিতে আবার জল জমার মতো ঘটনা ঘটলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, কীভাবে যাত্রীদের উদ্ধার করতে হবে, তারই প্রশিক্ষণ চলে। দমদম এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনের মাঝে এই মক ড্রিল হয়।
A passenger evacuation mock drill was organised with #NDRF & #WBFES teams inside #Metro tunnels between #DumDum & #Noapara . pic.twitter.com/OyRTZwlk5o
— Metro Railway Kolkata (@metrorailwaykol) June 8, 2024
ঘূর্ণিঝড়ের জেরে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল জমে গেছিল। জল জমার কারণে প্রায় ৫ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধও ছিল। সেই ঘটনায় অবশ্য কলকাতা পুরসভার দিকে আঙুল তুলেছিল মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য ছিল, পার্ক স্ট্রিটে সাবওয়ের মাথায় পুরসভার যে নিকাশি নালা রয়েছে তাতে ফাটল ধরে। সেই কারণে এই বিপত্তি। ওই ফাটল দিয়েই জল ঢুকে আসছিল।
পুরসভা অবশ্য পাল্টা দাবি করে, মেট্রোর কোনও একটা জায়গায় ফাটল ছিল, তাই এমন ঘটনা। পুরসভার নিকাশি নালা থেকে ওইভাবে জল ঢোকার কোনও সুযোগ নেই। কারণ মেট্রোর গার্ড ওয়াল পোক্ত।