শেষ আপডেট: 13th January 2025 09:19
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে স্কুলে ঢুকতে গিয়ে দুর্ঘটনার কবলে দুই ছাত্র। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে।
সূত্রের খবর, স্কুলে প্রবেশ করছিল পড়ুয়ারা। সকাল ৭টা নাগাদ ওপর থেকে স্কুলের বিল্ডিংয়ের কয়েকটি কাচ ভেঙে পড়ে জখম হয় দু'জন পড়ুয়া। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সার্দান অ্যাভিনিউতে।
দ্রুত ওই দুই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
তবে কলকাতার অন্যতম নামী স্কুলে যেভাবে কাচ ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে, তাতে রক্ষণাবেক্ষণের প্রশ্নে কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ অভিভাবক। ঘটনার পর এ ব্যাপারে স্কুল চত্বরে দাঁড়িয়ে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় একাংশ অভিভাবককে। তাঁদের কথায়, কর্তৃপক্ষর গাফিলতি স্পষ্ট। যেভাবে ওপর থেকে কাচ ভেঙে পড়ল তাতে প্রানহানির ঘটনাও ঘটে যেতে পারতো!
সূত্রের খবর, জখম দুজনেই অষ্টম শ্রেণির ছাত্র। স্কুলে প্রবেশের সময় ওপর থেকে কাচ ভেঙে পড়ে। তাতেই জখম হয় ওই দুই ছাত্র। একজনের ঘাড়ে ও অপরজনের হাতে আঘাত লেগেছে। ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অন্য পড়ুয়াদের মধ্যেও।