শিয়ালদহ স্টেশন
শেষ আপডেট: 21st October 2024 12:42
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনে তরুণীর ছবি তোলার চেষ্টা করেন তিন যুবক। আর তাতে বাধা দিতে গিয়ে মার খেলেন তরুণীর সঙ্গী। রোববার রাতে শিয়ালদহ স্টেশন থেকে অভিযুক্তদের গ্রেফতার করে রেলপুলিশ।
তরুণীর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার সময়ও অভিযুক্তেরা হুমকি দিয়ে বলেন, ‘দেখে নেব’। শুধু তাই নয়, তরুণীর অভিযোগ, রেলপুলিশ, অর্থাৎ জিআরপি আধিকারিকরাও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
অভিযোগকারী তরুণীর কথায়, তিনি ঢাকুরিয়া থেকে ট্রেনে উঠেছিলেন। পার্ক সার্কাস থেকে কয়েকজন যুবক ট্রেনে উঠে তাঁর ছবি তুলতে শুরু করেন। প্রতিবাদ করলে তাঁরা বলেন, 'বেশ করেছি'।
রাগ সামলাতে না পেরে তখনই ওই তিন যুবকের একজনকে চড় মারেন তিনি। আর তখনই তরুণীর সঙ্গীকে ঘিরে ধরে মারতে শুরু করেন। তরুণী বলছেন, ‘গোটা ঘটনাটা চলন্ত ট্রেনে ঘটেছে।’
ট্রেন শিয়ালদহ স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে রেলপুলিশের আধিকারিকরা ওই তিন যুবককে গ্রেফতার করেন। যদিও অভিযোগকারী তরুণীর বাবা অভিযোগ করেছেন জিআরপি থানায় অভিযোগ দায়ের করার সময় কর্তব্যরত আধিকারিকের সামনেই অন্যান্য আধিকারিকরা তাঁর মেয়েকে হুমকি দেন। বলেন, তাঁকেও গ্রেফতার করা হবে।
গোটা ঘটনায় তরুণীর বাবার প্রশ্ন, 'রাজ্যে মেয়েরা আদৌ সুরক্ষিত কি?' অন্যদিকে শিয়ালদহ জিআরপি-র আইসি বাসুদেব মল্লিক বলছেন, ‘অভিযোগ দায়ের হয়েছে। তিন জনকে গ্রেফতার করে গোটা ঘটনাটার তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই।’