শেষ আপডেট: 7th July 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: বোনের সঙ্গে খেলতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ছ'তলার সিঁড়ির রেলিং থেকে নীচে পড়ে মৃত্যু হয়েছে এক ৬ বছরের শিশু। বালিগঞ্জের সেনা আবাসন লাগোয়া পরিচারক কোয়ার্টারের ঘটনাটিতে শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, তিন বছরের বোনের সঙ্গে ঘরের বাইরেই খেলছিল ছ’বছরের ওই শিশুটি। ঘরের ভিতরে ছিলেন মা। আচমকাই বাইরে ছেলে-মেয়েদের খেলার শব্দ আর শুনতে পাচ্ছিলেন না তিনি। এরপর আচমকাই তারস্বরে চিৎকার করে কেঁদে ওঠে মেয়ে। যদিও প্রথমে মায়ের তেমন কিছু সন্দেহ হয়নি। ভেবেছিলেন, হয়তো ভাই-বোন মিলে খুনসুঁটি করছে। কিন্তু মেয়ে চিৎকার করে বলতে থাকে, ‘মা দাদা পড়ে গিয়েছে...।’ মুহূর্তের মধ্যে ছুটে এসে মা দেখতে পান, সিঁড়ির রেলিংয়ের ফাঁক দিয়ে ছ’তলা থেকে একেবারে নীচে পড়ে গিয়েছে তাঁর ছেলে। চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে।
বাবা-মায়ের সঙ্গে সেনা ক্যাম্পে থাকত যোগেশ নায়েক। বালিগঞ্জে সেনা আধিকারিকদের আবাসনের লাগোয়া তাঁদের পরিচারকদের আবাসন। সেখানেই শনিবার রাতে দুই বোনের সঙ্গে সিঁড়িতে খেলছিল সে। আচমকা সিঁড়ির রেলিং বেয়ে নিচে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছ'বছরের যোগেশ। রেলিং থেকে পাশের ফাঁকা জায়গা দিয়ে নীচে পড়ে যায় সে।
তড়িঘড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা জানান, মাথায় গুরুতর চোট, অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে রাতেই পুলিশ পৌঁছয়। কীভাবে খেলতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটল, তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে