শেষ আপডেট: 5th February 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলনে চাঁদের হাট বসেছে। মঞ্চে উপস্থিত দেশের তাবড় শিল্পপতিরা। একের পর এক বিনিয়োগের কথা আলোচিত হচ্ছে। প্রায় সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন, প্রশংসা করছেন, বাণিজ্যের জন্য অনুকূল পরিস্থিতি রাজ্যে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার জন্য। পাশাপাশিই তাঁরা জানাচ্ছেন এ রাজ্যে বিনিয়োগের কথা, আশ্বাস দিচ্ছেন আগামী দিনে আরও ভাল বাণিজ্যেরও।
শিল্পপতিদের মধ্যে কে কী অঙ্গীকার করলেন বাংলার জন্য, এক ঝলকে দেখে নেওয়া যাক।
"মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে বাংলার বাণিজ্য একটা অন্য উচ্চতায় পৌঁছেছে। ২০১৬ সালে প্রথম বিজিবিএসের সময়ে রিলায়েন্সের বিনিয়োগ এখানে ২০০০ কোটি টাকার কম ছিল, সেখান থেকে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে আগামিদিনে। ডিজিটাল পরিকাঠামো, জিও অপারেশন, এআই সেক্টর তৈরি হবে কলকাতায়। বাংলায় এখনও পর্যন্ত জিও স্টোর রয়েছে ১৩০০। আরও ৪০০ হবে। স্বদেশ নামে একটি স্টোর খোলা হবে, জামদানি, মুর্শিদাবাদি সিল্ক, বিষ্ণুপুরী বালুচরী, মসলিন, কাঁথা স্টিচের কারুকাজ ও শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হবে। সোনার বাংলার জন্য সোলার বাংলা তৈরিই লক্ষ্য রিলায়েন্সের।"
"আমি এই শহরেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। এটা আমারও বাংলা। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সব বিষয়কেই খুব গুরুত্ব দিয়ে দেখেন। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত যে কোনও সমস্যা দেখা দিলে তিনি তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান করেন। আমরা এই রাজ্যে ইতিমধ্যেই ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। আরও প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবো। মূলত শিক্ষা, স্বাস্থ্য ও এনার্জি সেক্টরে এই বিনিয়োগ করার কথা রয়েছে।"
"এ রাজ্যে ব্যবসা করতে গেলে সরকারের যে সহযোগিতা পাওয়া যায়, তা অভুতপূর্ব। মুখ্যমন্ত্রী ও তাঁর আমলা মহল খুবই সাপোর্টিভ। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের ১৫০০ কোটি টাকা বিনিয়োগে ৫টা হাসপাতাল রয়েছে। দার্জিলিং, কালিম্পং, গরুমারা ফরেস্ট, দীঘা ও শান্তিনিকেতনে আমাদের নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে, যেখানে প্রায় ১২০০ কোটি টাকার বিনিয়োগ আছে। আগামি ৫-৬ বছরে আরও ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছি।"
"বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলন রাজ্যের ব্যবসায়িক পরিমণ্ডলকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়েছে। রাজ্যে বিনিয়োগের জন্য মুখ্যমন্ত্রী নিজেকে ১০০ শতাংশ নিয়োগ করেছেন। আমিও এই রাজ্যে একটা ক্ষুদ্র বিনিয়োগ করছি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের আমলা মহলের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। এই সুযোগে আমি আপনাদের কাছে রাজ্যের পক্ষ থেকে আবেদন করব, এখানে ক্রীড়া ক্ষেত্রেও বিনিয়োগ করুন। শুধু ক্রিকেট নয়, বাংলা ফুটবলেরও ভক্ত। ফলে ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ করুন।"
"দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে বাংলা সব সময়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেএসডব্লু এখানে বিনিয়োগ করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে ব্যবসা চালিয়ে যেতে একদিনের শ্রমদিবসও নষ্ট হয়নি। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগে শালবনিতে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে আমাদের। এছাড়া প্রায় ২০০০ একর জমির উপর একটা শিল্পতালুক তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজারেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরির জায়গা তৈরি হতে চলেছে এই বিনিয়োগের মাধ্যমে।"
"বাংলার অনেক কিছু আছে। ম্যানপাওয়ার থেকে শুরু করে ট্যালেন্ট, হার্ড ওয়ার্কিং ইয়ং জেনারেশন-- সব আছে। আমরা (আইটিসি) এই রাজ্যে অনেক ক্ষেত্রেই বিনিয়োগ করেছি। প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে আমাদের এই রাজ্যে। আমরা এখানে গ্লোবাল সেক্টর ফর ইন্টেলিজেন্স তথা কৃত্রিম মেধার হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গে আমাদের বিনিয়োগের এই ধারা আগামী দিনেও বজায় থাকবে।"