শেষ আপডেট: 22nd January 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের আগস্ট মাস। অস্ত্রোপচারের সময়ে গাফিলতির অভিযোগ উঠেছিল কলকাতার মেডিকা হাসপাতালের বিরুদ্ধে। সেই ইস্যুতে এবার তাঁদের জরিমানা করা হল। রোগীর পরিবারকে ৫ লক্ষ টাকা দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। রাজ্য স্বাস্থ্য কমিশন এই নির্দেশ দিয়েছে।
মেডিকা হাসপাতালে ওই রোগীর অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু রোগীর অভিযোগ ছিল, অস্ত্রোপচার করেও তাঁর বুকের সমস্যা যায়নি। এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা বিষয়টিতে গুরুত্ব দেননি। এরপর তিনি বুকের এক্স-রে করালে ধরা পড়ে তাঁর বুকে গজ কাপড়ের টুকরো রয়ে গেছে! অভিযোগ, এই ঘটনা জানার পরও ব্যবস্থা নেয়নি মেডিকা। পরে এসএসকেএম হাসপাতালে আবার অস্ত্রোপচার করে ওই গজ বার করা হয়।
রোগীর পরিবারের দাবি, মেডিকা হাসপাতালের তরফে জানানো হয়েছিল, গজ বের করার যে অস্ত্রোপচার হবে তার খরচ বহন করতে হবে তাঁদেরকেই। স্বাস্থ্যসাথী বা কোনও মেডিক্লেমের সুবিধা নাকি পাওয়া যাবে না। এরপরই রাজ্য স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানানো হয়। সেই প্রেক্ষিতে মেডিকা কর্তৃপক্ষকে রোগীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে তাঁরা।
স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, রোগীর পরিবার ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছিলেন। কিন্তু তা যুক্তিসঙ্গত মনে হয়নি তাঁদের। বিষয়টি খতিয়ে দেখে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণেরই নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের নির্দেশের কথা তাঁরা শুধুমাত্র শুনেছেন। কিন্তু নির্দেশের কপি হাতে পাননি। তাই ক্ষতিপূরণ আদৌ রোগীর পরিবার পাবেন নাকি হাসপাতাল কর্তৃপক্ষ অন্য ব্যবস্থা নেবে, সে বিষয়ে প্রশ্ন থেকে গেছে।