শেষ আপডেট: 20th October 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: শহরের বুকে রোজকার যাতায়াতের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ মাধ্যম মেট্রো। আজ থেকে প্রায় ৪০ বছর আগে পরিষেবা দেওয়া শুরু করেছিল শহরবাসীকে। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক পরিবর্তন এলেও মেট্রো ছাড়া কলকাতায় যাতায়াত প্রায় অসম্ভব। আগামী ২৪ অক্টোবর ৪০ বছর পূরণ করতে চলেছে কলকাতা মেট্রো। দিনটিকে স্মরণীয় করে তুলতে ও উদযাপন করতে আজ, রবিবার একটি ওয়াকাথনের আয়োজন করা হয়। মেট্রো রেলওয়ে, কলকাতার তরফে এই অনুষ্ঠান হয়।
রবিবার সকালে পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই ওয়াকাথন হয়। উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, রেলওয়ে ওম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট পি শ্রীলতা, আরপিএফ আধিকারিক, ইস্টার্ন রেলওয়ের স্কাউটস অ্যান্ড গাইডস ও মেট্রো রেলের অন্যান্য কর্মীরা।
ওয়াকাথনের মূল আকর্ষণ ছিল রনপা ও ঢাকের আওয়াজ। ঢাকীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পুরনো নন এসি রেক ও কলকাতার ঐহিত্য তুলে ধরে দু'টি ট্যাবলোর ব্যবস্থা করা হয়েছিল। গোটা অনুষ্ঠানে এই দুই ট্যাবলোর উপস্থিতি ছিল।
প্রায় ১ ঘণ্টা ধরে এই অনুষ্ঠান চলে। শেষে এসপ্ল্যানেডে এসে শেষ হয়। সেখানে মেট্রোর কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেয়। একটি বসে আঁকো প্রতিযোগিতা হয়। এখানেই শেষ নয়। এরপর ৩০ জন অনাথ শিশুকে নিয়ে একটি জয় রাইড হয় হুগলি নদীর ধার ঘেঁষে।