শেষ আপডেট: 18th January 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে মায়ানমারের তিন বাসিন্দাকে। তাঁদের এ দেশে আসার কোনও বৈধ নথি নেই বলে জানিয়েছে রেল পুলিশ। সূত্রের খবর, তিনজনকে দেখে সন্দেহ হয়েছিল স্টেশনের কর্তব্যরত আরপিএফ অফিসারদের। তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করলে উপযু্ক্ত কোনও নথি দেখাতে পারেনি ওই তিনজন। ফলে তাঁদের গ্রেফতার করা হয়।
এই তিনজন বাসিন্দা রোহিঙ্গা হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। কারণ তিনজনই মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। আর এই জায়গাটি রোহিঙ্গা অধ্যুষিত। তাঁদের নথি যাচাই করে জানার চেষ্টা চলছে যে তাঁরা আদতে রোহিঙ্গা কিনা। শিয়ালদহ স্টেশনের কর্তব্যরত আরপিএফ জওয়ানরা জানিয়েছেন, তিনজনের চালচলন দেখে সন্দেহ হয়েছিল। টিকিট আছে কিনা জিজ্ঞাসা করায় তাঁরা তা দেখাতে পারেননি। উল্টে ভয় পাচ্ছিলেন। তখনই তাঁদের চেপে ধরলে বেরিয়ে আসে আসল ব্যাপারটি। জানা যায়, তাঁরা মায়ানমারের বাসিন্দা।
এই ঘটনা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এরা মায়ানমার থেকে প্রথমে বাংলাদেশ এসেছিল, সেখান থেকে বাংলা হয়ে ভারতে প্রবেশ করেছে। কলকাতা থেকে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল তাঁদের। শুভেন্দুর এও দাবি, ধৃত রোহিঙ্গারা স্বীকার করেছেন, তাঁদের মতো অবৈধভাবে দেশে প্রবেশ করে অনেকেই দিল্লি বা অন্য শহরে বাস করছেন।
This morning, 3 Rohingyas including two women, were arrested from the platform of Sealdah Railway Station in Kolkata. The Railway TTE, or Travelling Ticket Examiner got suspicious after seeing them roaming around aimlessly last night. The arrested are citizens of Myanmar. They… pic.twitter.com/cQTvHu78U2
— Suvendu Adhikari (@SuvenduWB) January 18, 2025
আপাতত এই তিনজনকে জেরা করে বাড়তি কিছু তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। আরপিএফের তরফে ধৃতদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে। তারপর হবে পরবর্তী পদক্ষেপ। ধৃত তিন মায়ানমারের বাসিন্দাদের মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ।