শেষ আপডেট: 15th October 2024 15:53
দ্য ওয়াল ব্যুরো: মহিষবাথান থেকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা দ্রোহের কার্নিভালে এলেন ২১ জন ঢাকি। সামনে ব্যানারে লেখা স্লোগান, ‘বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ’। ইতিমধ্যেই ঢাকের আওয়াজে, গানে, স্লোগানে মেতে উঠেছে 'দ্রোহের কার্নিভাল'।
প্রসঙ্গত, ডাক্তারদের 'দ্রোহের কার্নিভাল' থেকে অশান্তি ছড়াতে পারে। তাই এই কার্নিভালের অনুমতি দেয়নি পুলিশ। বরং রানি রাসমণি ও তার সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়।
কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলা উঠলে রাজ্য সরকার ফের ধাক্কা খায়। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, জুনিয়র ডাক্তারদের কার্নিভালে কোনও বাধা নেই। বরং চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ।
এক্ষেত্রে জুনিয়র ডাক্তারদেরও কিছু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলা হয়েছে, কত মানুষের জমায়েত হবে তা কলকাতা পুলিশকে জানাতে হবে।
একই সঙ্গে, কোনও ভাবেই রানি রাসমণি রোড এলাকার বাইরে যেতে পারবে না তাঁরা। ব্যারিকেডের ভেতরেই থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কার্নিভাল করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে বিচারপতি রবি কৃষাণ কাপুরের বেঞ্চ।
হাইকোর্টের নির্দেশের পরপরই রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব ব্যারিকেড। লোহার শিকলের জায়গা হয়েছে ফুটপাতে। রাস্তায় প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন সকলে। বাজছে ঢাক। সময়ের আগেই শুরু হয়ে গেল ‘দ্রোহের কার্নিভাল’।