শেষ আপডেট: 12th February 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: চাকরিপ্রার্থীদের বিক্ষোভে অবরূদ্ধ সল্টলেকের করুণাময়ী এলাকা। ২০২২ টেট উত্তীর্ণদের তুমুল বিক্ষোভে বিকাশভবন চত্বরে কার্যত ধুন্ধুমার বেঁধে গেছে। চাকরিতে নিয়োগের দাবিতে ফের রাজপথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। সোমবার দলে দলে চাকরিপ্রার্থী বিকাশভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি বিগড়ে গেলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ। তাতে আরও বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি. ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের।
সূত্রের খবর, সোমবার সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, বিকাশ ভবনের সামনে জমায়েত করেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। কেউ কেউ লিখেছিলেন, বিহারে নিয়োগ হচ্ছে, অথচ বাংলা পিছিয়ে। চাকরি কবে হবে, সেই স্লোগান তুলে বিকাশভবনের সামনে জমায়েত করেন বিক্ষোভকারীরা। দলে দলে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
এদিন সকালে প্রথমে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন ও পরে বেলার দিকে বিকাশভবনের দিকে অভিযান করেন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা। বিকাশভবনের পথেই তাঁদের আটকে দেয় পুলিশ। ফলে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় অনেক বিক্ষোভকারীর। অনেকে প্ল্যাকার্ড নিয়ে রাস্তাতেই বসে পড়েন। তাঁদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যেতে দেখা যায়। বিক্ষোভকারীদের অনেককেই আটক করা হয়েছে বলে খবর। পুলিশ ভ্যানে চাপিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের পর ২০২২ সালে প্রথম টেট হয়। প্রায় পাঁচ বছর পর ফের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় রাজ্যে। কিন্তু টেট উত্তীর্ণদের দাবি, পরীক্ষায় পাশ করলেও তাঁরা এখনও ইন্টারভিউয়ের ডাক পাননি। এদিকে ২০২৩ সালের টেট হয়ে গিয়েছে। কাজেই ২০২২ সালের চাকরিপ্রার্থীদের গতি কী হবে, তা জানতে চেয়েই চলতি মাসের গোড়া থেকে আন্দোলনে নেমেছেন তাঁরা। কখনও ধর্মতলা, কখনও বিকাশভবনের সামনে বিক্ষোভ চলছে। নবান্ন, কালীঘাট অভিযান হয়েছে। আন্দোলনকারীদের দাবি, চাকরি কবে হবে, সে নিয়ে সদুত্তর পাওয়া যাচ্ছে না। ২০২২ সালে টেট পাশ করেছেন যাঁরা তাঁরা ইন্টারভিউয়ের ডাক পাননি। নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে, বিক্ষোভ চলতেই থাকবে বলে জানিয়েছেন তাঁরা।