শেষ আপডেট: 13th November 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: কালিকাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একদিনও কাটল না। এবার দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ের কাছে বুধবার দুপুরে বড় আগুন লাগল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন।
জানা গেছে, দুপুরে লর্ডস মোড়ের পিছনে একটি বাজারে হঠাৎ আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। বাজারের ভিতরে ঝুপড়ি এলাকা থেকে কালো ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। কী থেকে লাগল আগুন, এখনও জানা যায়নি।
এদিন আগুন লাগার পরে প্রথমে স্থানীয় বাসিন্দারাই তা নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পরে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছয় দুর্ঘটনাস্থলে। পরে আরও ৬টি ইঞ্জিন যায়। ঘটনাস্থলে পৌঁছেছে যাদবপুর থানার পুলিশরাও। কিছু পরে সেখানে দেখা যায় কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারকে।
জানা গেছে, অনেকগুলি ছোট ছোট ঝুপড়ি দোকান রয়েছে ওই বাজারে। তারই মধ্যে কোনওটিতে হয়তো দাহ্য বস্তু ছিল। আগুন লাগার পরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।
এদিন দেখা যায়, সারি সারি ঝুপড়ি দোকানে আগুন জ্বলছে। একাধিক ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দ্রুত ছড়াচ্ছে আগুন। এর ফলে বাজার এলাকায় ফুটপাথের ধারে থাকা কিছু স্থায়ী দোকানও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, আগুন লাগার পর দমকল আসতে কিছু দেরি করেছিল। যদিও এই অভিযোগ মানছেন না দেবাশিস। তাঁর বক্তব্য, সময়ে যথেষ্ট দমকল এসে পৌঁছেছে বলেই আগুন নিয়ন্ত্রণে এসেছে দ্রুত। তিনি আরও জানান, রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।