শেষ আপডেট: 25th September 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে থ্রেট কালচারের অভিযোগে এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ১২ জন জুনিয়র চিকিৎসককে তলব করল হাসপাতালের বিশেষ তদন্ত কমিটি। বুধবার আরজি করের প্লাটিনাম জুবিলি ব্লিডিংয়ে তাঁদের জেরা করছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, এই ১২ জনের মধ্যে রয়েছেন আশিস পাণ্ডে, সৌরভ পাল, সকিফুল হোসেন-রা। এরা সকলেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার সূত্র ধরে সামনে এসেছে আরজি করের থ্রেট কালচারের অভিযোগ। সেই অভিযোগের সূত্র ধরেই সম্প্রতি হাসপাতালের তরফে গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি। চিকিৎসক পড়ুয়াদের বয়ানের ভিত্তিতে ইতিমধ্যে ৫৯ জনের তালিকা তৈরি করেছে তদন্ত কমিটি। গত শুক্রবার থেকে শুরু হয়েছে অভিযুক্তদের জেরা পর্ব।
আরজি করের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, "প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এখন অভিযুক্তদের জেরা চলছে। দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।" একই সঙ্গে তিনি এও বলেন, হাসপাতালে এই ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না।
প্রসঙ্গত, এদিন যখন জেরা পর্ব চলছে তখনও বাইরে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারী চিকিৎসক-পড়ুযাদের। স্লোগান ওঠে, ‘থ্রেট কালচারের গালে গালে, জুতো মারো তালে তালে।’
শুধু আরজি কর নয়, রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজেগুলিতেও সিন্ডিকেটের দাদাগিরি রুখতে সরব জুনিয়র ডাক্তাররাও। ইতিমধ্যেই 'থ্রেট কালচার'-এর সঙ্গে যুক্ত ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কল্যাণী মেডিক্যাল কলেজ। তদন্ত কমিটি গঠন করেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালও।