শেষ আপডেট: 10th August 2024 14:31
দ্য ওয়াল ব্যুরো: আরজিকরের মেডিক্যাল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। লালবাজার সূত্রের খবর, ধৃতর নাম সঞ্জয় রায়। বহিরাগত ওই ব্যক্তির হাসপাতালে অবাধ যাতায়াত ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। ধৃতকে শনিবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
শুক্রবার রাতেই অভিযুক্তকে আটক করেছিল পুলিশ। সূত্রের খবর, দফায় দফায় জেরার পর বয়ানে বিস্তর অসঙ্গতির সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট এখনও প্রকাশ্যে না এলেও পুলিশের একটি সূত্রের দাবি, মৃত ডাক্তারি ছাত্রীর যৌনাঙ্গ-সহ দেহের বিভিন্ন অংশে অন্তত ১০টি আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।
হোমিসাইড শাখা এবং গোয়েন্দা বিভাগের দুঁদে অফিসারদের নিয়ে বিশেষ টিম গঠন করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে আরজিকরের ডাক্তারি পড়ুয়া, কর্মী-সহ বৃহস্পতিবার রাতের ডিউটিতে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে ২৫জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সেই সূত্রেই সামনে আসে অভিযুক্ত সঞ্জয়ের নাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রী বৃহস্পতিবারও রাত ২টো পর্যন্ত হাসপাতালের ওয়ার্ডে ডিউটি করেন। পরে কর্মরত আরও দুই জুনিয়র ডাক্তারের সঙ্গে খাওয়াদাওয়া সেরে পড়াশোনার জন্য সেমিনার হলে যান ওই তরুণী। শুক্রবার সকালে সেমিনার হল থেকেই দেহ উদ্ধার হয় তাঁর।
পুলিশের একটি সূত্রের দাবি, সেমিনার হলের যে ম্যাট্রেস থেকে ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছিল, সেই ম্যাট্রেসেও রক্তের দাগ মিলেছে। ছাত্রীর যৌনাঙ্গ এবং দুপায়েও রয়েছে রক্তের দাগ।
প্রসঙ্গত, যে সেমিনার হল থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা না থাকলেও সংশ্লিষ্ট হলের আশেপাশে অনেকগুলি সিসিটিভি রয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন অফিসাররা। ঠিক কোন সময় ওই ছা্ত্রী সংশ্লিষ্ট বিল্ডিংয়ে ঢুকেছিলেন, সেখান থেকে অন্যরা কখন বেরিয়েছিলেন তা খতিয়ে দেখে সম্ভাব্য অভিযুক্তদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে।