শেষ আপডেট: 6th September 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো: মেট্রো রেলওয়ে বলছে বৃষ্টির জন্য জলস্তর বেশি রয়েছে, দুর্গাপিতুরি লেনের নীচে দিয়ে জল ওঠার কারণ অনেকটা সেটাই। কিন্তু বাসিন্দারা বলছে অন্য কথা। দুর্গাপিতুরি লেনের গলিতে কান পাতলেই এখন শোনা যাচ্ছে অভিযোগ।
বাড়ি ঠিক আছে, এই বলে মাত্র ৪ দিন আগে অস্থায়ী আবাস থেকে নিজের বাড়িতে ফিরতে বলা হয়েছিল বৌবাজারের এই এলাকার বাসিন্দাদের। কিন্তু ফিরে এসে দেখা যায় যেই কে সেই। ঘরের দরজা খুললেই দেখা যাচ্ছে জল থইথই মেঝে।
গত কয়েকদিন এই এলাকায় বৃষ্টি হয়নি সেভাবে। কোথা থেকে এল এই জল? জল থাকা সত্ত্বেও কীভাবে বলা হল বাড়ি বর্তমানে বসবাস যোগ্য! উত্তর নেই বাড়ির কর্তার কাছেও। ক্ষোভের সুরেই তাঁর কথা, "বাড়ি দেখে বলল ফিরতে। ফিরলাম, এসে দেখলাম জল।"
বৌবাজারের এই ব্যক্তি আরও বলেন, "পর্যবেক্ষণ করে ফিরতে বলার পর আমরা বাড়ির ফিট সার্টিফিকেট চাই। কিন্তু মেট্রো রেল বা কলকাতা পুরসভা, কেউই কোনও সার্টিফিকেট দিতে পারেনি এখনও।"
প্রসঙ্গত, বউবাজারের দুর্গাপিতুরি লেনে মেট্রোর ক্রসপ্যাসেজ নির্মাণের সময় আবারও বাধা হয়ে দাঁড়াল 'ওয়াটার লিকেজ'। গত মাসের ২৬ তারিখ থেকে চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত বাসিন্দাদের একংশকে অন্যত্র রাখা হয়েছিল। এরই মাঝে সোমবার তাঁদের বাড়িতে ফিরে আসতে বলা হয়।
কিন্তু মেট্রোর কাজের জন্য ৫ তারিখ মাঝরাতেই তাদের আবার হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বারবার ঘরে ফেরা, আবারও ঘর ছেড়ে যাওয়া নিয়ে বিরক্ত তারা। এক ব্যক্তি একটি বাড়ি দেখিয়ে আমাদের জানান, বাড়িটি পর্যবেক্ষণ কমিটি ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছিল কিন্তু মেট্রো রেলের তরফে ভাঙার পরিবর্তে বাড়িটি সারাই করে দেওয়া হয়েছে। এই নিয়েও বাসিন্দাদের মধ্যে উঠতে নানা প্রশ্ন। বাড়ছে ক্ষোভও।