শেষ আপডেট: 29th December 2023 07:45
দ্য ওয়াল ব্যুরো: টানা দু’মাস ধরে নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি নিজেও একজন পুলিশকর্মী। খাস কলকাতার বেহালার পর্ণশ্রীর ঘটনা।
নাবালিকা কিশোরীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ১৩ বছরের ওই কিশোরী বৃহস্পতিবার নিজেই পর্ণশ্রী থানায় হাজির হয়েছিল। তার মুখে বাবার হাতে ধর্ষিতা হওয়ার ঘটনা শুনে স্তম্ভিত হয়ে যান থানার পুলিশ কর্মীরাও।
অভিযুক্ত ব্যক্তি কোন থানা এলাকার ডিউটিতে ছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশের কাছে ওই কিশোরী জানিয়েছে, তারা দুই বোন। ছোট বোনের বয়স মাত্র ৭ বছর। সম্প্রতি বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। গত অক্টোবরে মা বাড়ি ছেড়ে চলে যান।
অভিযোগ, মায়ের অনুপস্থিতিতে এরপর থেকে টানা ২ মাস ধরে একাধিকবার জোর করে বাবা তাকে ধর্ষণ করে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃতকে শুক্রবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।