শেষ আপডেট: 22nd October 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: হাতির দাঁত পাচারের অভিযোগে কলকাতার এক তৃণমূল নেতা-সহ পাঁচজনকে গ্রেফতার করল বিহার পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারে।
পুলিশ সূত্রের খবর, ধৃত তৃণমূল নেতার নাম অশোক ওঝা। কলকাতা পুরসভা এলাকার ৪২ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল নেতার আদি বাড়ি বিহারের বক্সা জেলার ব্রহ্মপুর থানার দেউকুলি গ্রামে।
গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই তৃণমূল নেতার বাড়িতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় বন দফতর। তাঁর বাড়ি থেকে ৪০ কেজি ওজনের ২টি হাতির দাঁত বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি বন দফতরের। ধৃতকে জেরা করে পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। ফেসবুকে সজল লিখেছেন, 'তৃণমূলের নতুন বীরাপ্পান, এতদিন ওরা বালি, কয়লা,গরু, চাকরি চুরি করত> এখন ওরা হাতির দাঁতে স্মাগলিং এও সিদ্ধ হস্ত l বিহার পুলিশের হাতে গ্রেফতার হওয়া অশোক ওঝা তৃণমূলের ব্লক সভাপতি ৪২ নম্বর ওয়ার্ড কলকাতা।'
হাতির দাঁতগুলি কোথায় পাচার করা হচ্ছিল, এর সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছেন পুলিশের কর্তারা। এ ব্যাপারে অবশ্য শাসকদলের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে। তবে দলীয় সূত্রের দাবি, অভিযুক্ত নেতা অতীতে দলের ৪২ নম্বর ওয়ার্ডের যুব নেতা ছিলেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বহিষ্কার করা হতে পারে।