শেষ আপডেট: 15th December 2019 23:41
দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ুয়াদের নিগ্রহের প্রতিবাদে সারা দেশের ছাত্রসমাজে যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে, তাতে সামিল হল কলকাতাও। এগিয়ে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়, পথে নামল আলিয়া বিশ্ববিদ্যালয়। রবিবার মধ্যরাতে জমায়েত শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে। শীতের রাতে মশাল হাতে পথে নামেন পড়ুয়ারা। স্লোগান ওঠে প্রতিবাদের। জামিয়া মিলিয়ায় ছাত্রছাত্রী নিগ্রহের প্রতিবাদের পাশাপাশি দাবি ওঠে জনবিরোধী সরকারের বিরুদ্ধেও। https://www.facebook.com/apspm2019/videos/1581625921979221/UzpfSTE3MDgxNTU3OTE6MTAyMDY1MzI1Njg2Mjg3OTc/ অন্য দিকে পার্ক সার্কাসের সাত মাথা মোড়ে জমায়েত করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাস থেকে অন্য একটি দল মিছিল শুরু করে এসে যোগ দেয় পার্ক সার্কাসে। রাত পর্যন্ত খবর মিলেছে, যাদবপুরের ছাত্রছাত্রীরাও গিয়ে পৌঁছবেন সেখানেই।