শেষ আপডেট: 11th September 2023 15:34
দ্য ওয়াল ব্যুরো: 'জওয়ান' (Jawan) জ্বরে ভুগছে দেশবাসী। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে শাহরুখ খানের (Shahrukh Khan) নতুন ছবি। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিন--- প্রায় প্রতিটি শোতেই হলের বাইরে ঝুলছে 'হাউজফুল' বোর্ড। এই ছবিতে শাহরুখ একাধিক লুকে ধরা দিয়েছেন। চরিত্রের প্রয়োজনে, বারবার নিজের রূপ পাল্টে স্ক্রিনে এসেছেন। তার মধ্যে আলোচিত শাহরুখের ব্যান্ডেজ বাঁধা লুক (Bandage Look)! সেই লুককেই হাতিয়ার করে এবার সচেতনমূলক বার্তা দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল 'সেভ ড্রাইভ, সেভ লাইফ' প্রকল্প। দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করতে এই পাঠ দেওয়া হয়। রাজ্যের প্রতিটি জায়গায় সচেতন বাড়াতে এই প্রকল্পের পুলিশ প্রচার অভিযান চালায়। কলকাতা পুলিশ যেমন রাস্তাঘাটে এই প্রকল্পের প্রচার চালায়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও নানান পন্থায় প্রচার চালানো হয়।
কখনও মিম বানিয়ে, কখনও আবার ছবি-ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করে লালবাজার। সেই সচেতনবার্তায় সবসময়ই থাকে নতুনত্বের ছোঁয়া। মানুষ যে বিষয়টি নিয়ে বেশি উৎসাহিত, সেটাকেই অবলম্বন করে 'সুন্দর' মোড়কে সাজিয়ে সচেতনবার্তা দেয় কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে গেলেই এমন নানান অভিনব মিম, ছবি-ভিডিও দেখতে পাওয়া যাবে। সেই তালিকায় যোগ হয়েছে শাহরুখের 'জওয়ান'-এ ব্যান্ডেজ লুক! দুর্ঘটনার সংখ্যা কমলেও, এখনও অনেক গাড়িচালক ও পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এখনও চোখে পড়ে। হেলমেট ছাড়া বাইক চালানো বা গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহার না করার মতো প্রবণতা দেখা যায়
হেলমেট ছাড়া বাইক আরোহীদের জন্য দেওয়া এই বার্তা খুবই প্রাসঙ্গিক বলে মত ওয়াকিবহাল মহলের। কলকাতা পুলিশের এই নতুন পোস্ট নেটিজেনদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। শুধু কলকাতা পুলিশ নয়, উত্তরপ্রদেশ পুলিশও হেলমেট পরার সচেতনতা বাড়াতে 'জওয়ান' ছবির শাহরুখের ব্যান্ডেজ লুকের ব্যবহার করেছে।
আরও পড়ুন: দু'দশক পর সাংবাদিকদের জন্য ডিফেন্স করেসপন্ডেন্ট কোর্সের আয়োজন ইস্টার্ন কমান্ডে