শেষ আপডেট: 17th September 2024 02:03
দ্য ওয়াল ব্যুরো: নিছকই কাকতালীয়, নাকি অদ্ভূত সমাপতন!
ঘড়ির কাঁটায় ১২টা বেজে ৫ মিনিট। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে বাইরে এসে বৈঠকের বিস্তারিত ব্যাখ্যা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন, 'আগামীকাল মঙ্গলবার বিকেল চারটের পর কলকাতার নতুন পুলিশ কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে দেবেন বিনীত (বিনীত গোয়েল, বর্তমান পুলিশ কমিশনার)।'
ঠিক তখনই টুইটার হ্যান্ডেলে ভেসে উঠল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের পোস্ট!
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই সোশ্যাল মাধ্যমে সরব তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। ন্যায় বিচারের দাবিতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠিও লিখেছেন সুখেন্দু। যে কারণে দলের অন্দরে তাঁর নামের সঙ্গে জুড়েছে 'বিদ্রোহী' বিশেষণও।
এবার সোমবার মধ্যরাতে টুইটার পেজে সুখেন্দু লিখেছেন, "আমার ২টো দাবি ছিল: আরজি কর হাসপাতাল ও কলকাত পুলিশের দুই শীর্ষ প্রধানকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক। জুনিয়র ডাক্তার এবং লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে তা অনেকটাই পূরণ হয়েছে। কলকাতা পুলিশ এখন যথেষ্ট চাপে। সবার মতো আমিও খুশি। সত্যমেব জয়তে।"
My 2 fold demands were for custodial interrogation of 2 heads of RG Kar Hospital and Kolkata Police have now been accepted under pressures from popular movement unleashed by Jr. Doctors and millions of people. Satyameva Jayate. I’m happy like everybody.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) September 16, 2024
শুধু পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেই নয়, কলকাতা পুলিশের আরও একাধিক পদস্থ কর্তাকে সরানোরও ইঙ্গিত দিয়েছেন মুুখ্যমন্ত্রী। এ ব্যাপারে আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টের পর মুখ্যসচিব বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন মমতা। অন্যদিকে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের খুনের ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি সন্দীপ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই।
এ ঘটনায় আন্দোলনকারীরা আগেই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এবার সোশ্যাল মাধ্যমে ঢাক পিটিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তৃূণমূল সাংসদ লিখলেন, 'সত্যর জয় হবেই'। এবং কলকাতা পুলিশ যথেষ্ঠ চাপে থাকায় আরও অনেকের মতো তিনিও যে বেজায় খুশি, একথাও খোলাখুলি লিখেছেন তিনি।