শেষ আপডেট: 21st June 2023 18:56
দ্য ওয়াল ব্যুরো: এয়ারটেলের বিল দিতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার রতন দত্ত। ৩২০০ টাকার ভাউচার দিতে গিয়ে তাঁর ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা উধাও হয়ে যায়। কলকাতা পুলিশে (Kolkata Police) অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই উদ্যোগ নেয় সাইবার সেল। রতনবাবু তাঁর সমস্ত টাকাই ফেরত পেয়েছেন বলে খবর।
ঠিক কী হয়েছিল?
রতনবাবু বলছেন, ঘটনাটা গত ২ মে-র। তিনি অফিসে কাজ করছিলেন। সেই সময় একটা মেল আসে। এয়ারটেলের ৩২০০ টাকার ভাউচার দিতে হবে এমন কিছু লেখা ছিল মেলে। সঙ্গে একটা লিঙ্ক দেওয়া ছিল। রতনবাবু জানাচ্ছেন, মেলটা ভাল করে না পরেই তিনি লিঙ্কে ক্লিক করে দেন। ক্লিক করা মাত্রই একটি পেমেন্ট গেটওয়ে খুলে যায়, যেখানে নিজের ক্রেডিট কার্ডের তথ্য এবং ওটিপি দিয়ে পেমেন্ট করতেই তাঁর অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায় ১ লক্ষ ২০ হাজার টাকা। তিনি বুঝতে পারেন যে সাইবার প্রতারণার শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গেই ক্রেডিট কার্ডের কাস্টমার কেয়ারে ফোন করে কার্ডটা লক করান। যে ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সেখানকার কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ করেন।
পুলিশে অভিযোগ জানাতে কিছু দেরি হয়েছিল বলেই জানান রতনবাবু। শেক্সপিয়ার সরণি থানা ও সাউথ ডিভিশনের সাইবার শাখায় অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ শোনেন সাইবার শাখার সার্জেন্ট শুভঙ্কর চক্রবর্তী। অফিসার সবটা শুনেই ব্যবস্থা নেন। তিনি ও তাঁর টিম কাজ শুরু করে দেন। গত ৬ মে-র মধ্যেই সমস্ত টাকা ফেরত পান রতনবাবু।
কলকাতা পুলিশের সাইবার বিভাগ এর আগেও বহু মানুষকে প্রতারকদের হাত থেকে বাঁচিয়েছে। সাইবার প্রতারণা দিন দিন বাড়ছে। কলকাতা পুলিশ সতর্ক করে বলছে, অজানা নম্বর থেকে ফোন এলে নিজের গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাঙ্ক ডিটেলস দেবেন না। অজানা কোনও অ্যাকাউন্ট থেকে মেল এলে বা হোয়াটসঅ্যাপে লিঙ্ক এলে তা না খোলারই পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। কোনওরকম অসুবিধায় পড়লে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
মোদীর রেলমন্ত্রীর সঙ্গে চন্দনেশ্বর মন্দিরে পুজো দিলেন 'তৃণমূলের সাংসদ', ব্যাপার কী বালাসোরে