শেষ আপডেট: 26th October 2024 16:54
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র ক'দিন। তারপরই আলোর উৎসব। অবশ্য কালীপুজো আসার আগে থেকেই বাজি ফাটানো শুরু করে দিয়েছেন অনেকেই। সন্ধের পর অনেক জায়গা থেকেই বাজির আওয়াজ আসছে। তবে পরিবেশবান্ধব বাজি ছাড়ালে অন্য কিছু ফাটালে কিন্তু জরিমানা হতে পারে। এমনটা স্পষ্ট জানিয়েছে পুলিশ।
কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই সবুজ বাজি ফাটাতে হবে। তবে সেটাও নির্দিষ্ট সময় অনুযায়ী। এ কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিয়মবিরুদ্ধভাবে বাজি ফাটালে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হবে। যদিও তার জন্য কী শাস্তি তা উল্লেখ করা হয়নি।
পুলিশ বাজি ফাটানোর যে সময়সীমা উল্লেখ করে দিয়েছে তাতে বলা হয়েছে, কালীপুজো বা দীপাবলীর রাতে শুধু ৮টা থেকে ১০টা পর্যন্ত, ছটপুজোর দিন শুধু ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এবং বড়দিনের আগের রাতে ও নববর্ষের রাতে ১১.৫৫টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বাজি ফাটানো যাবে।