শেষ আপডেট: 26th August 2023 14:28
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur Univesity) সেনা পোশাকে কারা এসেছিলেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন নানা মহলে! সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসারও। গত বুধবার ক্যাম্পাসে জনা ২০ সেনা উর্দিধারীরাকে দেখা গিয়েছিল। পরে জানা যায়, তাঁরা ছিলেন তাঁরা হলেন ‘এশিয়ান হিউম্যান রাইটস সোস্যাইটি’ নামে একটি বেসরকারি সংগঠনের সদস্য। তাঁদের কেউ ডেকে পাঠায়নি, তাঁরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই যাদবপুরে গিয়েছিলেন। সেই সংস্থার মালিককে থানায় ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু হাজিরার না দেওয়ায় এবার তাঁকে গ্রেফতারের (arrest warrant) নির্দেশ দিল পুলিশ (Kolkata Police)।
যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকেই একাধিক প্রশ্ন সামনে আসছে। বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, মদ্যপান, গাঁজা সেবন, কিংবা যৌনতা- একাধিক বিষয় নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। পুলিশ তদন্তে নেমেছে। বিশ্ববিদ্যালয়ও একাধিক নিয়ম বলবৎ করেছে। সেখানে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ যাতায়াত আটকাতে, একাধিক নিয়মের কথা বলা হয়েছে।
কিন্তু বুধবার ক্যাম্পাসে সেনা উর্দিধারীদের থাকা নিয়ে জলঘোলা শুরু হয়। এই ঘটনায় রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে তলব করে যাদবপুর থানা। এমনকী উপাচার্যকে নোটিসও পাঠানো হয়। সেইসঙ্গে সেই সংস্থার প্রধান কাজী সাদিককে তলব করা হয়। কিন্তু দু'দিন কেটে গেলেও এখনও থানায় হাজিরা দেননি তিনি। তাই এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে পুলিশ।
সেনাবাহিনীর সঙ্গে যুক্ত না হয়েও কীভাবে সেনার পোশাক, 'ভারতীয় সেনা' লেখা টুপি ব্যবহার করতে পারে ওই সংস্থা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিষয়ে জানতেই সাদিককে ডেকে পাঠায় যাদবপুর থানা। কিন্তু হাজিরা না দেওয়ায় শনিবার বিকেলে কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতারির নির্দেশ দেয়।
আরও পড়ুন: অমিতাভ বচ্চনের বাড়িতে বুধ বিকেলে চায়ের আড্ডায় মমতা, জয়া নিমন্ত্রণ করে গিয়েছিলেন