বিনীত গোয়েল ও মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 9 September 2024 08:29
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফা দাবি করে কদিন আগে লালবাজারে ডেপুটেশন দিতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের হাতে ছিল কৃত্রিম মেরুদণ্ড। টানা ২২ ঘণ্টা ধরে লালবাজারের কাছে ধর্না দেওয়ার পর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে পেরেছিলেন তাঁরা।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে এখনই সরানো হবে না। তবে বিনীতকে যে একেবারেই সরানো হবে না তাও বলেননি তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, কদিন অপেক্ষা করলে কী অসুবিধা আছে?
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, পুলিশ কমিশনারের পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করে বিনীত গোয়েল তাঁর সঙ্গে বেশ কয়েক বার দেখা করেছেন। কিন্তু তিনিই তাঁকে সরাননি। কারণ, পুজো আসছে। আইনশৃঙ্খলার ব্যাপারটা যিনি ভাল বোঝেন তাঁকে থাকতে হবে। কোথায় কী পুলিশ পোস্টিং রয়েছে, কোথায় কোন পুজো আছে, সেটা তো জানতে হবে। কিছুদিন ধৈর্য্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়?
কলকাতার পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েল দায়িত্ব পেয়েছিলেন ২০২২ সালের ১ জানুয়ারি। সাধারণত তিন বছরের বেশি কাউকে কলকাতার পুলিশ কমিশনার পদে রাখা হয় না। অর্থাৎ এমনিতেই তিন মাসের মধ্যে বিনীতকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার নিয়োগ করার কথা। সেই কারণেই সম্ভবত ধৈর্য্য ধরতে বলেছেন মুখ্যমন্ত্রী।