শেষ আপডেট: 15th March 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো: নির্দেশ না মানায় কলকাতা পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট।
আদালত অবমাননার জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ কেন দেওয়া হবে না, কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশে তা জানতে চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
বিচারপতির পর্যবেক্ষণ, "আদালতের নির্দেশ কি খেলার জিনিস? হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে? পুলিশ কি এটাই মনে করছে?"
পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি এও বলেন, "ভুলে যাবেন না, হাইকোর্টের ক্ষমতা।" এরপরই মামলার পরবর্তী শুনানিতে এজলাসে হাজির হয়ে পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত।
মোবাইল টাওয়ার লোকেশন সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী পঙ্কজ কুমার দুগার। ওই মামলায় আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজারা ক্রসিং এবং কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত সিসিটিভি ফুটেজ পুলিশ কমিশনারকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
আদালত সূত্রে জানা গেছে, এই নির্দেশের পরেও কাজ হয়নি। উল্টে পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে। যা দেখে এদিন বেজায় রেগে যান বিচারপতি। পুলিশের উদ্দেশে বলেন, "ভুলে যাবেন না, হাইকোর্টের ক্ষমতা।" ২২ মার্চ মামলার পরবর্তী শুনানি। ওইদিন সিপিকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি।